উৎসবের মরসুমে ট্রেনের টিকিটই পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে বার বার। টিকিট কাটার ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় দূরপাল্লার ট্রেনের আসন ফাঁকা নেই। এর মাঝেই দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ অফার নিয়ে এল ভারতীয় রেল। রেলমন্ত্রকের তরফে আনা হয়েছে ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’।
কেন এই প্যাকেজ?
রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, হুড়োহুড়ি ঠেকাতে এবং বুকিং নিয়ে সমস্যা দূর করতে এই পদক্ষেপ। উৎসবের মরসুমে ভিড় সামাল দিতে, ট্রেন চলাচলে সুবিধার জন্য, স্পেশাল ট্রেন ব্যবহারের কথা মাথায় রেখে পরীক্ষামূলক ভাবে এই প্যাকেজ সামনে আনা হয়েছে। যাত্রীদের উৎসাহ দিতে ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’-এ ছাড় মিলবে টিকিটেও।
কখন ছাড় এবং কত ছাড়?
কোথাও যাওয়া এবং সেখান থেকে ফেরার ট্রেনের টিকিট একসঙ্গে কাটলে এই ছাড় মিলবে। তবে কিছু শর্ত রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাওয়া এবং ফেরার টিকিটের ক্ষেত্রে যাত্রীদের বিবরণ অর্থাৎ প্যাসেঞ্জার ডিটেলস এক থাকতে হবে। উৎপত্তি ও গন্তব্যের স্টেশনও এক হতে হবে। তার সঙ্গেই ট্রেনের শ্রেণি এক হতে হবে। যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে কাটলে এবং সব শর্তপূরণ হলে রিটার্ন টিকিটের বেস ফেয়ারের উপর ২০ শতাংশ ছাড় মিলবে। তবে ফ্লেক্সি ফেয়ার রয়েছে এমন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।
কবে শুরু হচ্ছে?
এই প্যাকেজের সুবিধা নিতে টিকিট বুকিং শুরু হচ্ছে ১৪ অগস্ট। চলতি বছরের ১৩ অক্টোবরের টিকিট মিলবে ১৪ অগস্ট থেকে। প্রথমে যাওয়ার টিকিট, তারপরে রিটার্ন টিকিট কাটতে হবে। শুধুমাত্র কনফার্ম টিকিটের ক্ষেত্রে এই বুকিং নেওয়া হবে। রিটার্ন টিকিট কাটার জন্য অ্যাডভান্স রিজ়ার্ভেশন পিরিয়ড প্রযোজ্য হবে না।