• ‘অভয়া মঞ্চ’-এর ডাকে ‘কালীঘাট চলো’ অভিযানে পা মেলাবেন তমন্নার মা
    এই সময় | ০৯ আগস্ট ২০২৫
  • আরজি কর কাণ্ডের পরে ঘুরেছে বছর। শনিবার ‘অভয়া মঞ্চ’-র তরফে ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এই অভিযানে অংশ নেওয়ার জন্য নদিয়া থেকে কলকাতায় এলেন কালীগঞ্জের মৃত নাবালিকা তমন্না খাতুনের মা সাবিনা বিবি ও তাঁর সঙ্গীরা। এ দিন নদিয়ার পলাশি স্টেশন থেকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন। মেয়ের ছবি হাতে নিয়ে সাবিনা বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর ঘটনায় অধিকাংশ দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি। আমি আমার মেয়ে এবং আরজি করে নির্যাতিতা তরুণীর জন্য সুবিচার চাই। আর সেই জন্যই ‘কালীঘাট চলো’ অভিযানে অংশ নেব।’

    তিনি আরও বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের মৃত্যুর ঘটনায় ২৪ জন অভিযুক্তই ধরা পড়ছে, ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি যেমন মেয়েকে হারিয়েছি, সেই রকম ভাবেই কোল খালি হয়েছে আরও এক মায়ের। এই লড়াই থামবে না।’

    উল্লেখ্য, গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা ছিল। সেই দিনে ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের জয় যখন একপ্রকার নিশ্চিত, সেই সময়ে একটি বিজয় মিছিল থেকে বাম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় নাবালিকা তমন্নার। মেয়ের মৃত্যুর ঘটনায় ২৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাবিনা। ঘটনায় অন্যতম অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তমন্নার মায়ের দাবি, এই ঘটনায় অভিযুক্ত আরও অনেকেই এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। এ বার তিনি আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে পথে নামলেন।

  • Link to this news (এই সময়)