• আপনার স্টেশনে কি দাঁড়াবে এসি লোকাল ট্রেন? দেখে নিন কোন কোন স্টেশন থেকে এই ট্রেনে ওঠা যাবে
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে চালু হতে চলেছে শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন। এই ট্রেন যাতায়াত করবে শিয়ালদহ ও রানাঘাট স্টেশনের মধ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার ১০ আগস্ট এই ট্রেনের উদ্বোধন হবে। পরদিন সোমবার অর্থাৎ ১১ আগস্ট এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যাত্রাপথে ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে তার তালিকা প্রকাশ করেছে রেল। 

    রেলের দেওয়া তথ্য অনুযায়ী রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যেতে ট্রেনটি দাঁড়াবে চাকদহ, কল্যাণী, কাঁচড়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে। মাঝের বেশ কিছু স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না। ট্রেনের এই যাত্রা প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'যেহেতু একটি গ্যালপিং লোকাল ট্রেন হিসেবে এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনটি আপাতত চালানো হবে সেজন্য সব স্টেশনে এই ট্রেন দাঁড়াবে না।' এই মুহূর্তে দিনে দু'বার এই ট্রেনটি চালানো হবে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, রানাঘাট স্টেশন থেকে ট্রেনটি দিনের ব্যস্ত সময়ে বা অফিস আওয়ার্স-এ শিয়ালদহর দিকে যাত্রা করবে। আবার সন্ধ্যায় ট্রেনটি শিয়ালদহ ছেড়ে রানাঘাটের দিকে যাত্রা করবে। জানা গিয়েছে, সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে যাত্রা শুরু করে এই ট্রেন শিয়ালদহে পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি রওনা হয়ে রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে। 

    চলতি বছরের জুন মাসে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেনটি রানাঘাট স্টেশনে নিয়ে আসা হয়। একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন এই ট্রেনটি নিয়ে আসে। রেল সূত্রে জানা যায়, ১২ কামরার এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনের মোট আসন সংখ্যা ১১০০। যাত্রীদের আপৎকালীন প্রয়োজনে থাকছে ট্রেন চালক ও গার্ডের সঙ্গে কথা বলার জন্য 'টক ব্যাক' সিস্টেম। নজরদারির জন্য গোটা ট্রেনটি মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায়। প্রতিটি কামরায় বসানো হয়েছে ৩০ টনের এসি মেসিন। স্টিল বডি বা ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা। সেইসঙ্গে ট্রেনের প্রথম থেকে শেষপর্যন্ত যাতায়াতের জন্য থাকছে 'ভেস্টিবুল' ব্যবস্থা। ট্রেনের দরজা খুলবে বা বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে। মেট্রো রেলের মতো এই ট্রেনের দরজাও স্টেশনে না থামা পর্যন্ত খুলবে না। চালক বা গার্ড এই বিষয়টি পরিচালনা করবেন। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যখন যাত্রী সংখ্যা বাড়বে তখন ট্রেনটি দিনে আরও বেশিবার চালানো হবে। 

    কত টাকা ভাড়া হবে এই ট্রেনের? রেল জানিয়েছে শিয়ালদহ থেকে দমদম, ব্যারাকপুর, নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত একপিঠের ভাড়া যথাক্রমে ৩৫, ৬০, ৯০ এবং ১২০ টাকা। যার অর্থ ট্রেনে উঠতে গেলেই রেলকে দিতে হবে ৩৫ টাকা। তবে ভারতীয় রেল আশাবাদী নতুন এই পরিষেবা সকল যাত্রীকে সন্তুষ্ট করবে। এর আগে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক জানিয়েছিলেন, এই ট্রেনটি হল 'সিটি অফ জয়' ও শহরতলীর বাসিন্দাদের জন্য রেলের একটি উপহার। এদিন একলব্য এই প্রসঙ্গে বলেন, স্বাধীনতা দিবসের আগে এই ট্রেন হল একটি বিশেষ উপহার।
  • Link to this news (আজকাল)