• সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি অভয়ার বাবা মা-র
    হিন্দুস্তান টাইমস | ১০ আগস্ট ২০২৫
  • মৃত্যুর এক বছর পেরিয়েও ন্যায় বিচার না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার বাবা-মা। শুক্রবার ‘বর্ষপূর্তির’ প্রতিবাদ মঞ্চ থেকে তাঁরা সরাসরি প্রশ্ন তুললেন সিবিআইয়ের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে। অভয়ার বাবার সোজাসাপ্টা মন্তব্য, ‘সিবিআই বিক্রি হয়নি, এই নিশ্চয়তা আমি দিতে পারব না।’

    এদিন রাতে জুনিয়র চিকিৎসকদের সংগঠন WBJDF-এর ডাকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হয় মশাল মিছিল। পথে প্রতিধ্বনিত হয় অভয়ার জন্য বিচার চাওয়ার স্লোগান। শ্যামবাজারে শেষ হয় মিছিল। সেখানে এক সভার আয়োজন হয়। তাতে উপস্থিত ছিলেন অভয়ার বাবা-মা। মঞ্চ থেকে অভয়ার বাবা অভিযোগ করেন, সিবিআই ইচ্ছে করেই তদন্তে গাফিলতি করছে। তাঁর দাবি, তারা জানে ৯৩টি ফরেনসিক রিপোর্টে কী আছে তারা ভালো করেই জানে, কিন্তু কিছু বলছে না। বরং বলছে, চার দিন পর মামলা পেয়েছে, তাই প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। সিবিআই ডিরেক্টর নিজেই বলছেন, সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত নয়। এটা জনমনে ঢোকানোর চেষ্টা চলছে। এর মধ্যে আঁতাত আছে, তা স্পষ্ট। কলকাতা পুলিশের দিকেও আঙুল তুলে তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস ছাড়া কিছু নয়।

    অভয়ার মা অভিযোগ তোলেন, অপরাধীরা এখনও আরজি কর হাসপাতালের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। চেস্ট মেডিসিন বিভাগের কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। অথচ সিবিআই শুধু সঞ্জয় রায়ের নামই আওড়াচ্ছে। কেন মেয়ের দেহ ময়নাতদন্তে পাঠানো হল, সে প্রশ্নের উত্তর কেউ দেয় না।তাঁর দাবি, অভয়ার মায়ের দাবি, এই ঘটনার নেপথ্যে প্রশাসনের উচ্চস্তরের ছত্রছায়া রয়েছে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। অভয়ার বাবা মা স্পষ্ট জানান, মেয়ের মৃত্যুর রহস্য ভেদ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)