• ৫ কোটির প্রতারণা, ছত্তিশগড় থেকে ধৃত
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাদের সঙ্গে পাঁচ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে এক সংস্থার তরফে অভিযোগ করা হয়েছিল। তার ভিত্তিতে কলকাতা গোয়েন্দা পুলিস ছত্তিশগড় থেকে অন্য এক সংস্থার কর্তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। এদিন জামিন বাতিল করে দিয়ে বিচারক ধৃতকে ১৮ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 

    আদালত সূত্রে জানা গিয়েছে, সংস্থাটি শেক্সপিয়র সরণি থানায় এই আর্থিক প্রতারণা নিয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। আইনি নোটিস দিয়ে পুলিস দুই অভিযুক্তকে থানায় তলব করে। 

    এক অভিযুক্ত গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসেন। অন্যজন থানায় হাজির না হওয়ায় আদালত পরবর্তী সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। 
  • Link to this news (বর্তমান)