থানার সামনে থেকে ওসির গাড়ি চুরি! পরে উদ্ধার, অধরা দুষ্কৃতী
বর্তমান | ১০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দানের পর চারু মার্কেট। ব্যবধান মাসকয়েকের। থানার সামনে থেকে খোদ ওসি’রই গাড়ি নিয়ে পালাল দুষ্কৃতী! ঘটনাটি ঘটে শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ। শেষপর্যন্ত পিছু ধাওয়া করে গাড়িটি উদ্ধার করা গেলেও ওই দুষ্কৃতীকে ধরা যায়নি। পুলিসের দাবি, এক পাগল এই ঘটনা ঘটিয়েছে। জেনারেল ডায়েরি করে তদন্ত চলছে। যদিও সরকারিভাবে লালবাজারের কোনও কর্তা গাড়ি চুরির বিষয়টি স্বীকার করেননি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের নজরদারিতে বেরয় ওসি’র গাড়ি। বড়বাবুর গাড়ির চালকের সমস্যা ছিল। থানার অন্য এক চালক গাড়িটি চালাচ্ছিলেন। থানার বড় গাড়ি চালাতে অভ্যস্ত ওই চালক নাইট রাউন্ড সেরে ভোর সাড়ে ৩টা নাগাদ থানায় ফেরেন এবং গাড়ির চাবি না খুলে থানার ভিতরে চলে যান। আচমকাই এক দুষ্কৃতী গিয়ে চালকের আসনে বসে গাড়িটি স্টার্ট দেয় এবং সেটি নিয়ে পালায়ও। ঘটনাটি দেখে থানার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল দৌড়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই গাড়ি নিয়ে উধাও হয়ে যায় ওই দুষ্কৃতী। ওই নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে ঘটনাটি জানান। কর্তব্যরত পুলিস কর্মীরা বাইক নিয়ে ওই গাড়ির পিছু নেন। সতর্ক করে দেওয়া হয় সমস্ত থানাকে। সিসি ক্যামেরার দেখা যায়, গাড়িটি এ জে সি বোস উড়ালপুলে উঠছে। সেইমতো পুলিস টিম ওই রুটে ধাওয়া করে। পুলিসের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনটি গার্ড রেলে ধাক্কা মারে দুষ্কৃতী। উড়ালপুলে গাড়িটির যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অভিযুক্ত যুবক গাড়িটি নিয়ে নেমে যায় পার্ক সার্কাস এলাকায়। এরপর টার্ন নিয়ে পৌঁছয় বেকবাগান এলাকায় এবং সেখানে গাড়ি ফেলে সে চম্পট দেয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, পরে চারু মার্কেট থানার একটি টিম গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও সেই দুষ্কৃতী ধরা পড়েনি। গাড়িটি নিয়ে যাওয়ার পুরো ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিসের দাবি, থানার সামনে এক পাগল ঘোরাঘুরি করছিল। গাড়িটি নিয়ে সে’ই পালায়। এই বিষয়ে জানতে চেয়ে একাধিক অফিসারকে ফোন করা হলে বিষয়টি তাঁরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কয়েকমাস আগে প্রগতি ময়দান থানার ওসি’র গাড়ি যে দুষ্কৃতী চুরি করেছিল সে’ই এই ঘটনা ঘটিয়েছে কি না পুলিস খতিয়ে দেখছে।