• বাড়ির যন্ত্রাংশ থেকে তামার তার চুরি, ধৃত ২
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকায় বিভিন্ন বাড়ির যন্ত্রাংশ থেকে তামার তার চুরির অভিযোগ আসছিল। পুলিস ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার পুলিস  ফারুকউদ্দিন ও জাভেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় কিছু চোরাই তামার তার। পুলিস তদন্তে জানতে পারে, ওই তামার তার তারা কোনও গোপন জায়গায় জমা করে পরে কেজি দরে বিক্রি করতো।

    শনিবার ধৃতদের ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ১২ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে ধৃতদের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, অভিযুক্তরা অন্য কোনও থানা এলাকাতেও এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না, পুলিস তা খতিয়ে দেখছে। তাই ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার দরকার আছে। এরপরই বিচারক মামলার কেস‑ডায়েরি দেখে দুই ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন। 
  • Link to this news (বর্তমান)