চড়া সুদের টোপ দিয়ে বৃদ্ধার ১৪ লক্ষ টাকা লোপাট, গ্রেপ্তার এক
বর্তমান | ১০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধার ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিস শুক্রবার এন এস রোড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম সুনু গুপ্তা। শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ধৃতকে ১৬ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে বলেন, ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে ওই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বৃদ্ধার বিশ্বাস অর্জনের জন্য তাঁকে ভুয়ো মানি রিসিট দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা ফেরত না পাওয়ায় বৃদ্ধা অভিযুক্তের সঙ্গে দেখা করেন। বেশ কয়েক দফা ঘোরাঘুরির পর বৃদ্ধাকে একটি ১১ লক্ষ টাকার চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক ব্যাঙ্কে জমা দিলে তা বাউন্স করে। এরপরই বৃদ্ধা পুলিসের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তের পর পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। সরকারি কৌঁসুলি ধৃতের জামিনে আপত্তি জানিয়ে বলেন, অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে বেসরকারি সংস্থায় বৃদ্ধার টাকা লগ্নি করার কথা বলা হয়েছিল, সেই সংস্থার ভূমিকাও পুলিস খতিয়ে দেখছে। বৃদ্ধাকে যে ভুয়ো মানি রিসিট দেওয়া হয়েছিল, সেই নথি সহ অন্যান কিছু কাগজপত্র পুলিস বাজেয়াপ্ত করেছে। শেষে এদিন বিচারক ধৃতের জামিন নাকচ করে দেন।