• স্বেচ্ছাসেবকদের স্থায়ীকরণে আদালত অবমাননার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের স্বেচ্ছাসেবকদের স্থায়ীকরণ ইস্যুতে এবার আদালত অবমাননার মামলা দায়ের হল হাইকোর্টে। গ্রামীণ এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের জীবনযাত্রার মান উন্নত করতে ১৯৮০-র দশকে বিশ দফা কর্মসূচি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এরাজ্যে ‘কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে’ ওই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে যৌথভাবে সংস্থাটি কাজ করবে বলে নির্দেশে জারি হয়। এরপর কর্মসূচি রূপায়ণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করে সংস্থাটি। পরবর্তীকালে সরকারি সাহায্য না মেলায় সংস্থাটি ধুঁকতে থাকে। বরাদ্দ না মেলায় কাজ পাওয়া থেকে বঞ্চিত হয় সংস্থাটি। ফলে, কর্মহীন হয়ে পড়েন সংস্থার স্বেচ্ছাসেবকরা। এরপর মামলা দায়ের হয় হাইকোর্টে। ২০২৩ সালে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়।

    এতদিন পরও সেই নির্দেশ কার্যকর না-হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। মামলায় নির্দেশ কার্যকর করা নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি শুভেন্দু সামন্ত ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এছাড়াও নির্দেশে উল্লেখ রয়েছে, হলফনামা দেওয়ার পাশাপাশি সরকার আগের নির্দেশ কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আদালত বাধা হয়ে দাঁড়াবে না। মামলাকারী তরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘হাইকোর্টের এই নির্দেশের পর আমরা অত্যন্ত আশাবাদী। স্বেচ্ছাসেবকদের স্থায়ীকরণের বিষয়ে সরকার সদর্থক ভূমিকা নেবে বলে আশা করছি।’
  • Link to this news (বর্তমান)