• Live: চন্দননগরের বসু পরিবারের রুশ বৌমার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি
    এই সময় | ১০ আগস্ট ২০২৫
  • চন্দননগরের বসু পরিবারের রুশ বৌমা ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। শিশু সন্তান স্টাভ্যোকে নিয়ে ভারত থেকে নিখোঁজ হয়েছেন ভিক্টোরিয়া।

    নেশার টাকা না পেয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সুপ্রিয় বৈদ্যকে।

     প্রতিপক্ষের চাল কী হবে, জানা ছিল না ভারতের। কিছুটা দাবার চালের মতো। কিন্তু শেষ পর্যন্ত চেক-মেট করেছিল ভারতই। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আইআইটি মাদ্রাজেরএকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরে আমরা দাবা খেলেছি। আমরা জানতাম না শত্রুর আগামী চাল কী হতে চলেছে এবং আমরা পাল্টা কী করব…।’

    পাঁশকুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল খড়্গপুরগামী একটি ট্রাক। শনিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত ৩, আহত ৪। দুর্ঘটনার পরেই পলাতক ট্রাকের চালক এবং খালাসি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ১৫ অগস্ট অ্যালাস্কায় বৈঠকে বসতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হতে পারে। এ বার এই নিয়ে মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বৈঠকের জেরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শাস্তির পথ দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। 

    ডুরান্ড কাপে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স। এ দিন কিশোর ভারতীয় স্টেডিয়ামে ম্যাচ সন্ধ্যায় ৭টায়। 

    ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রবিবার রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। 

  • Link to this news (এই সময়)