• আজও শহরে বৃষ্টির সম্ভাবনা, জানুন আপডেট
    বর্তমান | ১০ আগস্ট ২০২৫
  • কলকাতা: বৃষ্টি এখনই পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গের। আজ, রবিবার কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে জেরবার হতে হবে সাধারণ মানুষকে। তবে, উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নথিভুক্ত হয়েছে ২৭.৯ ডিগ্রি। যা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
  • Link to this news (বর্তমান)