• সুন্দরবন থেকে গ্রেপ্তার বাংলাদেশি
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবন থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সিরাজুল শেখ। গত প্রায় চার বছর ধরে সুন্দরবন উপকূল থানার রাধানগর এলাকায় থাকছিলেন তিনি। এর আগে ঘুটিয়ারি শরিফ, ক্যানিং, বাসন্তী এলাকা থেকে ওপার বাংলার একাধিক বাসিন্দারা ধরা পড়েছে বলে পুলিস জানিয়েছে। জানা গিয়েছে, শনিবার সিরাজুল তাঁর ছেলেকে মারধর করেছিলেন। তার জেরে গ্রামবাসীরা তাঁকে পুলিসের হাতে তুলে দেন। এরপরই পুলিস তদন্ত করে জানতে পারে সিরাজুল এখানকার নন, বাংলাদেশের বাসিন্দা। তখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। বারাসতে কিছুদিন থাকার পর আসেন মালঞ্চ ইটভাটায়। সেখানেই কাজ করতেন। এরপর গোসাবার রাধানাগরের এক মহিলার সঙ্গে বিয়ে করে সেখানেই থাকা শুরু করেন। মিস্ত্রির কাজ করতেন সেখানে। সিরাজুলকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)