• নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত ছেলে
    বর্তমান | ১১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নেশা করার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার সুখদেবপুরে। মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য (৫৫)। ছেলে সুপ্রিয় বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিস।

    জানা গিয়েছে, এক চালা ঘরে বাবা আর ছেলে থাকতেন। পারিবারিক অশান্তির জেরে মা অনেক আগেই বাপের বাড়িতে থাকতে শুরু করেছিলেন। মাঝে মধ্যে আসতেন এখানে। সুপ্রিয় কোনও কাজ করতেন না। সারাদিন বিভিন্ন নেশার ঠেকে পড়ে থাকতে দেখা যেত তাঁকে। বাবার সঙ্গে এই নিয়ে প্রায়ই ঝামেলা হতো। শনিবার রাতে নেশা করার জন্য হরেন্দ্রনাথবাবুর থেকে টাকা চেয়েছিলেন সুপ্রিয়। কিন্তু সেটা দিতে অস্বীকার করেন তিনি। তাতে দু’জনের মধ্যে বচসা বাধে। এরপরই আচমকা ঘরে থাকা একটি ছুরি দিয়ে বাবাকে কোপাতে থাকেন ছেলে। 

    এরপর ওই বাড়িতে এসেছিলেন বৈদ্য পরিবারের এক আত্মীয়। তিনি এসে দেখেন, বাড়ির এক কোণে পড়ে রয়েছে হরেন্দ্রনাথবাবুর দেহ। আর বাথরুমে বসে আছেন সুপ্রিয়। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিস দেহ ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নবীন মণ্ডল নামে ওই আত্মীয় বলেন, আমি রাত সাড়ে নটায় গিয়ে দেখি, দেহ পড়ে আছে। সুপ্রিয়কে একাধিক কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু কোনওটাই ঠিক মতো করেনি। নেশার জন্যই এই কাণ্ড ঘটিয়েছে বলেই মনে হয়।
  • Link to this news (বর্তমান)