• ‘মিটিং-মিছিলের অনুমতি চাইলে জনস্বার্থ মামলা করুন’! শুভেন্দুর সভা নিয়ে মামলা দায়েরের অনুমতি দিল না হাই কোর্ট
    আনন্দবাজার | ১১ আগস্ট ২০২৫
  • কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার অনুমতি চেয়ে বার বার মামলা হওয়ায় বিরক্তি প্রকাশ করলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য, ‘‘মিছিল-মিটিং নিয়ে অনুমতি চাইলে এ বার থেকে জনস্বার্থ মামলা করুন। ডিভিশন বেঞ্চে যান। একক বেঞ্চ মিছিল নিয়ে অনুমতি সংক্রান্ত মামলা শুনবে না।’’

    তারাতলার শিবমন্দির এলাকায় জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। ওই জনসভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই মামলা দায়েরের অনুমতি দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নিয়ে বিচারপতি জানালেন, মিটিং মিছিল নিয়ে অনুমতি চাইলে এ বার থেকে জনস্বার্থ মামলা করা হোক।

    এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে বেশ কয়েক বার মামলা করেন শুভেন্দু। অভিযোগ করেন, পুলিশ সেই সভা করতে বাধা দিয়েছে তাঁকে। অনেক ক্ষেত্রে তাঁকে সভা করার অনুমতি দেয় হাই কোর্ট। গত মার্চে পূর্ব মেদিনীপুরের বন্দরশহর তথা শিল্পনগরী হলদিয়ায় শুভেন্দুকে মিছিলের অনুমতি দেয় হাই কোর্ট। এ বার একটি সভা, যেখানে তাঁর উপস্থিত থাকার কথা, তা নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন খারিজ করেছে হাই কোর্ট।
  • Link to this news (আনন্দবাজার)