• বিধানসভায় তুললেন বিধায়ক, জয় বীরপাড়া নদীতে সেতু তৈরির সমীক্ষা
    বর্তমান | ১২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটের বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের জয় বীরপাড়া নদীতে সেতু বানাতে পূর্তদপ্তর সমীক্ষার কাজ শুরু করেছে। বিধানসভার বাদল অধিবেশনে এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক জয়প্রকাশ টোপ্পো জয় বীরপাড়া নদীতে সেতুর বিষয়টি তুলেছিলেন। তারপরই পূর্তদপ্তর ওই নদীর উপর সেতু তৈরির উদ্যোগ নিয়েছে। এর জন্য কয়েক কোটি টাকা খরচ হবে। সেতুটি তৈরির কাজ শুরু হলে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের অনুকূলে এর ব্যাপক প্রভাব পড়বে বলেই মনে করছে এলাকার রাজনৈতিক মহল। 

    বর্ষা এলেই মাদারিহাট ব্লকের বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের বীরপাড়ায় যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। কারণ নাংডালা রোডে জয় বীরপাড়া নদীতে স্বাধীনতার পর থেকে সেতু না হওয়ায় বর্ষায় ওই নদীতে যখন তখন হড়পা বান চলে আসে। তিনদিন আগে জয় বীরপাড়া নদীতে হড়পার জন্য টানা ছ’ঘণ্টা বন্ধ ছিল যাতায়াত। বর্ষার সময় হড়পার ভয়ে বান্দাপানি, ঢেকলাপাড়া, নেপানিয়া, জয় বীরপাড়া চা বাগান, গারুচিরা, কালাপানি ও রেতি ফরেস্ট ভিলেজ সহ বান্দাপানি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার প্রায় ৩০ হাজার মানুষের বীরপাড়ায় যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। হড়পা বানের ভয়ে বর্ষার সময় ওই পঞ্চায়েতের এই সব এলাকার পড়ুয়াদের বীরপাড়ায় স্কুল, কলেজে যাওয়া কার্যত ছেড়েই দিতে হয়। দৈনন্দিন কাজে অন্যান্য বাসিন্দাদেরও বীরপাড়ায় আসা বন্ধ হয়ে যায়।  পূর্তদপ্তর সেতু তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করে দেওয়ায় এবার ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আশার আলো দেখছেন। স্থানীয় বধূ অবিনা থাপা বলেন, শুনেছি সেতু তৈরির জন্য পূর্তদপ্তর সমীক্ষা শুরু করেছে। জয় বীরপাড়া নদীতে সেতু হলে উপকৃত হব। 

    এলাকার বাসিন্দা আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ ওরাওঁ বলেন, বিধায়ক উদ্যোগী হওয়ায় জয় বীরপাড়া নদীতে পাকা সেতু হচ্ছেই। 

    বিধায়ক বলেন, জয় বীরপাড়া নদীতে সেতু তৈরির বিষয়টি বিধানসভার বাদল অধিবেশনে তুলেছিলাম। পূর্তমন্ত্রীকেও বলেছিলাম। তারপরেই দেখলাম পূর্তদপ্তর সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)