সংবাদদাতা, বিষ্ণুপুর: পঞ্চায়েতের নালা তৈরিকে কেন্দ্র করে সোনামুখীর চকাই গ্রামে দুই পাড়ার ঝামেলার জেরে কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছিল। পরে তারা জামিনে ছাড়া পায়। সোমবার রাতে তাদের মধ্যে একজনকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের নাম সেকেন্দার খান। তার বাড়ি চকাই গ্রামেই। পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করানো হবে। ঘটনায় গ্রামে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, সোনামুখীর চকাই গ্রামে পঞ্চায়েতের একটি ড্রেন তৈরিকে কেন্দ্র করে চলতি বছরের মার্চ মাসে দুই পাড়ার মধ্যে রেষারেষি চলে। তা নিয়ে দুই পাড়ার মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পরে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। তাতে বাধা দিতে যান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা ওই গ্রামেরই বাসিন্দা নাসিম শেখ। তখনই মূল অভিযুক্ত সেকেন্দ্রার খান নামে এক যুবক পিস্তল বের করে পরপর দু রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে গেলেও অপর একটি গুলি নাসিমের পেটের চামড়া ছিঁড়ে পাশ দিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনায় পুলিস গ্রামেরই তিনজনকে গ্রেপ্তার করে। তারা জেল বন্দি ছিল। কিছুদিন আগে তারা জামিনে মুক্তি পায়। তার পরেও দু’পক্ষের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। সোমবার সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রচুর পুলিস মোতায়েন করা হয়।