অনলাইনে আজ শুরু ডার্বির টিকিট বিক্রি, দিমিত্রিকে ধরেই মহড়া শুরু বাগানে
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁ হাঁটুতে বাঁধা আইস প্যাক। হাঁটাচলাতেও রয়েছে সামান্য অস্বস্তি। মাত্র চারদিন হল দলের সঙ্গে অনুশীলন করছেন দিমিত্রি পেত্রাতোস। তাই সবুজ-মেরুন সমর্থকদের মনে প্রশ্ন, চোট নেই তো অজি তারকার? সামনেই ডুরান্ড কাপের ডার্বি। সেই ম্যাচে দিমিত্রি না খেললে অনেকটাই দুর্বল হয়ে পড়বে মোহন বাগানের আক্রমণভাগ। একেই চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত মনবীর সিং। নেই কিয়ান নাসিরিও। তবে যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে সমর্থকদের সেলফির আব্দার মেটানোর ফাঁকেই দিমি ইশারায় জানালেন, তিনি সুস্থ। কোচ চাইলে বড় ম্যাচে নামতে তৈরি। অজি তারকা আস্বস্ত করতেই বৃষ্টি মাথায় নিয়েই হাসি মুখে বাড়ির পথ ধরলেন অনুশীলন দেখতে আসা অনুরাগীরা। আর যাওয়ার আগে তাঁদের একটাই আব্দার, ‘কলকাতা লিগে ডার্বি হারের প্রতিশোধ ডুরান্ড কাপে নিতেই হবে।’
২০২৩ সালে ডুরান্ড কাপ ফাইনালে দিমিত্রির গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল মোহন বাগান। তারপর থেকেই বড় ম্যাচ এলেই লাল-হলুদ শিবিরের ত্রাস এই অজি ফুটবলার। তবে চলতি মরশুমে সবার শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ফলে ফিটনেসে ঘাটতি থাকা স্বাভাবিক। তাই আগামী তিনদিনে তাঁকে ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। উল্লেখ্য, এদিন মাঠে এলেও অনুশীলন করেননি মনবীর সিং। তাই ডানপ্রান্ত সচল রাখতে দিমিকে রেখেই ডার্বির মহড়া শুরু করলেন কোচ মোলিনা।
গতবারের তুলনায় খাতায়-কলমে এবারের ইস্ট বেঙ্গল দল অনেকটাই শক্তিশালী। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তাই এই ম্যাচগুলির ভিডিও দেখেই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছেন বাগান কোচ। অনুশীলনে দু’টি গ্রুপে ভাগ করে দীর্ঘসময় পাসিং ফুটবলের মধ্যে বিভিন্ন কম্বিনেশন যাচাই করে নেন তিনি। এরপর চলে ম্যাচ প্র্যাকটিস। তবে মাঝপথেই মাঠ ছাড়েন টম আলড্রেড। তারপর দীর্ঘ সময় মেডিক্যাল রুমে সময় কাটান এই অজি ডিফেন্ডার। এছাড়া চোটের কারণে এদিনও অনুশীলন করেননি কিয়ান নাসিরি ও সুহেল ভাট। ফিজিক্যাল ট্রেনারের সঙ্গেই সময় কাটান তাঁরা।
এদিকে, বৃহস্পতিবার শুরু ডার্বির টিকিট বিক্রি। আপাতত অনলাইনে মিলবে বড় ম্যাচের টিকিট। অফলাইনে টিকিট বিক্রি হবে শনিবার। দুই ক্লাব থেকে তা পাওয়া যাবে।