• শহরের অতিথিশালায় জলপাইগুড়ির যুবকের মৃত্যু ঘিরে রহস্য
    আনন্দবাজার | ১৪ আগস্ট ২০২৫
  • বড়বাজারের একটি অতিথিশালায় এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। বুধবার সকালে ওই অতিথিশালার মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। হাসপাতালে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে জানান। মৃতের দেহের পাশ থেকে রক্তের দাগ এবং বমির চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বড়বাজার থানা।

    পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পবনকুমার দাস (৩৭)। তাঁর বাড়ি জলপাইগুড়ির মালবাজারে। মঙ্গলবার ক্যানিং স্ট্রিটের একটি বহুতলের তেতলার ওই অতিথিশালায় এসে ডর্মিটরিতে ওঠেন তিনি। সেই ঘরে রাতে আরও চার জন ছিলেন। এ দিন সকালে অতিথিশালার কর্মীরা ওই ঘরের ভিতরে ঢুকে পবনকে পড়ে থাকতে দেখেন।

    লালবাজার জানিয়েছে, অতিথিশালার কর্মীদের থেকে খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই যুবককে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেঝের যে অংশে ওই যুবকের দেহ পড়ে ছিল, তার পাশেই রক্তের দাগ মিলেছে। মিলেছে বমির চিহ্নও। যুবকের হাতেও রক্তের দাগ ছিল। ফলে, কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তেতলায় ওই অতিথিশালার সামনে একটি দোকানের মালিক বলেন, ‘‘রাতে যখন দোকান বন্ধ হয়েছিল, তখন সব স্বাভাবিকই ছিল। সকালে দোকান খুলতে এসে দেহ পড়ে থাকার কথা শুনি।’’

    তদন্তে নেমে অতিথিশালার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। কথা বলা হয়েছে মঙ্গলবার ওই ঘরে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গেও। পুলিশ জেনেছে, রাতে মদ্যপান করেছিলেন পবন। তবে তিনি একাই মদ্যপান করেন, না কি সঙ্গে আরও কেউ ছিলেন, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। বুধবার মৃতদেহের ময়না তদন্ত হয়, যার প্রাথমিক রিপোর্টে অত্যধিক মদ্যপানের কথা রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)