• বিকল পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন, তিন ঘণ্টার বেশি সময় ধরে আটকে যাত্রীরা
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • চাঁদ বড়াল

    পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল। চরম দুর্ভোগে যাত্রীরা। অভিযোগ, বৃহস্পতিবার তিন ঘণ্টার বেশি সময় ধরে রানিনগর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে ছিল ট্রেন। ট্রেনে ৩০০-র বেশি যাত্রী রয়েছেন। এই ট্রেনেই রয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও। তাঁর অভিযোগ, ইদানিং ট্রেনে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠছে।

    রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘ট্রেন জার্নি এখন যন্ত্রণার জার্নি হয়ে গিয়েছে। কোনও রক্ষণাবেক্ষণ নেই, কোনও টাইম টেবিল নেই। সাড়ে ৯টায় ইঞ্জিন খারাপ হয়েছে। অথচ ঠিক তার আগেই এনজেপি জংশন ছেড়ে এসেছে ট্রেন। তার মানে কোনও পরীক্ষা হয়নি। এখন ঘণ্টার পরে ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি আমরা। ট্রেনে কত বাচ্চা, কত প্রবীণ লোক রয়েছেন। ভোগান্তির শেষ নেই। তার মধ্যে জল নেই, নেই অন্য পরিষেবা। এতগুলো মানুষ ট্রেনে আটকে রয়েছেন, একবার খোঁজ করার লোক পর্যন্ত নেই।’

    সবিস্তারে আসছে

  • Link to this news (এই সময়)