• স্বাধীনতা দিবসে দিল্লি থেকে সার্ভিস মেডেল পাচ্ছেন আইপিএস প্রবীণ ত্রিপাঠী-সহ বাংলার ১৫ জন পুলিশ
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। কর্মক্ষেত্রে তাঁদের প্রশংসনীয় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুলিশ, অগ্নিনির্বাপণ বিভাগ, হোম গার্ড, সিভিল ডিফেন্স-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার জন্য গ্যালান্ট্রি মেডেল, প্রেসিডেন্ট মেডেল ও মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস দেওয়া হয়।

    কর্মক্ষেত্রে সাহসিকতার জন্য এই সম্মান দেওয়া হয়। এ বছর মোট ১ হাজার ৯০ জন পদকপ্রাপকের মধ্যে ২৩৩ জন পাচ্ছেন গ্যালান্ট্রি মেডেল, ৯৯ জন রাষ্ট্রপতি পদক, মেরিটোরিয়াস সার্ভিসের জন্য স্বীকৃতি পাচ্ছেন ৭৫৮ জন। বাংলা থেকে মেরিটোরিয়াস সার্ভিসের জন্য পদক পাচ্ছেন মোট ১৫ জন।

    প্রবীণ ত্রিপাঠী, অমিত পি জাভালগি ছাড়াও পাচ্ছেন রাজ্যের ডেপুটি পুলিশ সুপার পুলিশ প্রিয়ব্রত বক্সী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দেবাংশু দাশগুপ্ত, ইনস্পেক্টর কোহিনূর রায়, সাব-ইনস্পেক্টর স্বপনকুমার রায়, সাব-ইনস্পেক্টর সুব্রত সেন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর শুভময় মিত্র, সাব-ইনস্পেক্টর আনন্দ মণ্ডল, কনস্টেবল স্বরূপ বসাক, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আসমানারা বেগম, কনস্টেবল মানিক বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর মহম্মদ আফতার হোসেন ও সাব-ইনস্পেক্টর রাজীব দাস। রাষ্ট্রপতি পদক পাচ্ছেন আইপিএস ত্রিপুরারি অথর্ব।

    রাজ্যের তরফেও কর্মক্ষেত্রে সাহসিকতা ও অসাধারণ পরিষেবার জন্য পুরস্কার দেওয়া হয় এ দিন। আজ প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এ বার চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন আইজি (মালদা রেঞ্জ) দীপনারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মীরাজ খালিদ, দেবস্মিতা দাস। চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেনডেবল সার্ভিস পাচ্ছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেন।

  • Link to this news (এই সময়)