• ধেয়ে এল গাড়ি, যুবককে বনেটে তুলে সোজা রেলিংয়ে ঝুলিয়ে দিল, তার পরেই আগুন... দেখুন সল্টলেকের ভয়াবহ ভিডিয়ো
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • সল্টলেকে বুধবার বিকেলের পথ দুর্ঘটনা শুধু মর্মান্তিকই নয়, ভয়াবহও। ইতিমধ্যেই ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভয়াবহতা দেখলে আঁতকে উঠবেন যে কেউ। প্রাথমিক ভাবে বুধবার জানা গিয়েছিল, সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। সেই সময়ে বাইক নিয়ে ওই যুবক সিগন্যালে দাঁড়িয়েছিলেন। বাইকে আগুন ধরে যায়। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে কতটা ভয়াবহ ছিল সেই মুহূর্ত।

    গাড়ি এবং রেলিংয়ের মাঝখানে পড়ে যান ওই যুবক। মূলত গাড়ির ধাক্কা এবং আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশের অভিমত। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল (২৬)। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির হিরন্ময়পুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি বাইক–সহ যুবককে রেলিংয়ে পিষে দেওয়ার পরে একটি বিস্ফোরণ হয়। গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে।

    ঘটনার সময়ের যে ফুটেজ বৃহস্পতিবার সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে দু’টি বাইক। দু’টি বাইকে দু’জন করে বসে আছেন। পাশেই একটি গাড়ি দাঁড়িয়ে। আচমকাই একটি গাড়ি ডান দিকের লেন থেকে এসে সোজা ধাক্কা মারে দু’টি বাইকে। এর মধ্যে বাইকের এক আরোহী ছিটকে নীচে পড়েন। অন্য জনকে গাড়িটি বনেটে তুলে নিয়ে গিয়ে ব্রিজের রেলিংয়ে ফেলে দেয়—তিনিই সৌমেন। একেবারে উল্টো হয়ে ঝুলে ছিলেন তিনি। এরই মধ্যে দুর্ঘটনাস্থলের একটি বাইকে আগুন লেগে যায়। ঝলসে মৃত্যু হয় তাঁর।

    এই ঘটনাকে ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের ওই নতুন ব্রিজ এলাকা। নামাতে হয় RAF। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবারও ঘটনার প্রতিবাদে বিধাননগর ট্র্যাফিক গার্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার মুহূর্তে পুলিশ যুবককে উদ্ধার করার চেষ্টা না করে ছবি তুলছিল।

    এ ছাড়া, দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেও দেরি করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার বীভৎসতা সাম্প্রতিক সময়ের সব পথ দুর্ঘটনাকেই ছাড়িয়ে গিয়েছে। এখনও ঘাতক গাড়ির চালকের খোঁজ পায়নি পুলিশ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

  • Link to this news (এই সময়)