সংবাদদাতা, নকশালবাড়ি: শিলিগুড়ির পর এবার দার্জিলিংয়ের খড়িবাড়িতে এটিএম লুটের চেষ্টা। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল, বুধবার গভীর রাতে খড়িবাড়ির ভাল্লুকগাড়া মোড় এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে লুটের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। তারা এটিএম মেশিনটি ভাঙলেও নগদ টাকা চুরি করতে পারেনি। এই ঘটনায় পুলিস সন্দেহ করছে বিহারের দুষ্কৃতীদের উপর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, গভীর রাত ২টা নাগাদ বিহার থেকে দুটি গাড়ি খড়িবাড়ির ভাল্লুকগাড়া মোড়ে এসে দাঁড়ায়। তারপরে এটিএমটির দিকে এগিয়ে যায় জনা চারেক দুষ্কৃতী। সেখানে গিয়েই এটিএম মেশিন লুটের চেষ্টা চালায় তারা। লোহার রড দিয়ে এটিএম মেশিনটি ভেঙে ফেলে ওই দুষ্কৃতীরা। পুরো বিষয়টি দেখতে পান এক গাড়ির চালক। ওই এটিএমের ১০০ মিটারের মধ্যে একটি চায়ের দোকন খোলা ছিল। সেখানে গিয়ে সেই চায়ের দোকানদারের মারফত খড়িবাড়ি থানার পুলিসকে খবর দেন ওই চালক। বিষয়টি আন্দাজ করে ফেলে ওই দুষ্কৃতীরা। সুযোগ বুঝে গাড়িটি নিয়ে বিহারের দিকেই পালিয়ে যায়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।