• খাস কলকাতায় নামী কোম্পানির লোগো ব্যবহার করে সস্তার জুতো-ব্যাগ বিক্রির অভিযোগ
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় নামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল জুতো ও ব্যাগ বিক্রির অভিযোগ। রবীন্দ্র সরণী এলাকার দু’টি দোকানে অভিযান বউবাজার থানার পুলিশের। ঘটনায় লাখ, লাখ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি নামী ব্র্যান্ডের নকল জুতো ও ব্যাগ বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। এই খবর আসে বউবাজার থানার পুলিশের কাছে। সমস্ত তথ্য প্রমাণ পাওয়া পর বৃহস্পতিবার হঠাৎ অভিযান চালায় অফিসাররা। ব্যবসায়ীদের হাতেনাতে ধরে পুলিশ। দোকান মালিকদের নোটিস দেওয়া হয়েছে। দু’টি দোকান থেকে প্রচুর নকল জুতো ও ব্যাগ উদ্ধার হয়েছে। সেইগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, সামগ্রীর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই জুতো ও ব্যাগগুলি কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।

    শহরের অনেক জায়গায় কম দামে নামী কোম্পানির জামা-কাপড়, জুতো বিক্রি করা হয়। সেগুলি আসল নাকি নকল তা নিয়েও প্রশ্ন উঠছে শুরু করেছে। ব্যবসায়ীদেরই  একাংশ জানাচ্ছেন, কম টাকায় নামী কোম্পানির সামগ্রী পাওয়া যাবে এই ফাঁদে পড়ে অনেক গ্রাহক  সেগুলি কেনেন। অসাধু ব্যবসায়ীরাও বেশি মুনাফার আশায় তা বিক্রি করেন। প্রতারণা করেন গ্রাহকদের সঙ্গে। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)