• বিষধর সাপ হাতে হাসপাতালে সর্পাঘাতে অসুস্থ যুবক, ডোমকল হাসপাতালে চাঞ্চল্য
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: ছোবল খাওয়ার পর সাপ হাতে ধরে সটান হাসপাতালে হাজির যুবক। চিকৎসক খতিয়ে দেখে অ্যান্টিভেনাম দেন। আরও উন্নত চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের চর রাজাপুর পদ্মানদীর পাড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সর্পাঘাতে অসুস্থ যুবকের নাম দীপেন মণ্ডল। তিনি চর রাজাপুরের বাসিন্দা।

    বর্ষায় ফুঁসছে পদ্মা। এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় নদীতে জাগ দেওয়া পাট ছাড়িয়ে ঘরে তোলার জন্য নাওয়া খাওয়া ভুলেছেন কৃষক পরিবারের সদস্যরা। দীপেন মণ্ডলও ব্যতিক্রম নন। বুধবার সন্ধেয় পদ্মাপারে ভেজা মজুত পাটকাটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন দীপেন। তাঁর দাবি, সেই সময় একটি কালো রঙের সাপ তাঁর হাতে ছোবল দেয়। সাপের ছোবল খাওয়ার পরেও পাটকাটি সরিয়ে সাপটিকে ধরেন দীপেন। তারপর সাপটিকে একটি প্লাষ্টিকের জারে ভরেন। সটান হাজির হন রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে।

    কর্তব্যরত চিকিৎসক সাপটি দেখে শনাক্ত করেন। সাপটিকে বিষধর বলে চিহ্নিত করেন চিকিৎসক। সাপের বিষের প্রতিষেধক দেন। দীপেনকে এরপর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, রাতে একটি প্লাষ্টিকের জারে ভরা জ্যান্ত সাপ নিয়ে গোধনপাড়া ব্লক হাসপাতালে উপস্থিতির খবরে চাঞ্চল্য ছড়ায়। রোগীদের আত্মীয়রা সাপটিকে দেখতে ভিড় জমান হাসপাতালে। যা সামাল দিতে হিমশিম অবস্থা হয় হাসপাতাল কর্মী ও কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা।
  • Link to this news (প্রতিদিন)