• ভ্যান ধাক্কা দিতেই মেজাজ হারিয়ে চড় প্রৌঢ়ের! হাওড়ায় মৃত্যু চালকের
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভ্যান ধাক্কা দিতেই মেজাজ হারিয়ে চালককে চড় প্রৌঢ়ের। ছিটরে পড়ে মৃত্যু হল চালকের। পালটা অভিযুক্তকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা হাওড়ার দাসনগরের কোনায়। অভিযুক্ত প্রৌঢ়কে আটক করেছে পুলিশ। শুরু তদন্ত। এদিকে ভ্যানচালকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    জানা গিয়েছে, মৃতের নাম অলোক নস্কর। তাঁর বয়স ৫০ বছর। হাওড়ার দাসনগর থানা এলাকার কোনার বাসিন্দা তিনি। এদিন সকালে ভ্যানে করে আলু নিয়ে যাচ্ছিলেন তিনি। বেনারস রোডের কোনা স্কুল মোড়ে ঘটে বিপত্তি। স্কুল মোড়ে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিলেন অসীম দাস নামে এক ব্যক্তি। আচমকা আলুর ভ্যানটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা দেয় তাঁকে। রাস্তায় ছড়িয়ে যায় আলু। তাতেই মেজাজ হারান অসীম। পালটা সপাটে চড় মারেন অলোককে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পথে মৃত্যু হয় অলোকের।

    এদিকে বিষয়টা নজরে পড়তেই অসীমকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। চলে বেধড়ক মার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তাঁদের সামনেও চলে মার। তারপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার।
  • Link to this news (প্রতিদিন)