গোবিন্দ রায়: নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ। আর জি করের ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভয়ার বাবা-মা। এর আগে নিম্ন আদালতে একই আর্জি জানিয়েছিলেন তাঁরা। তবে মেলেনি অনুমতি।
গতবছর অর্থাৎ ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। কয়েকঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে শামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম-অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি।
এই পরিস্থিতিতে কিছুদিন আগে আর জি করের অকুস্থল পরিদর্শনের আর্জি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা-মা। কিন্তু ক্রাইম সিনে যাওয়ার অনুমতির আবেদন খারিজ করে শিয়ালদহ আদালত। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ভর্ৎসনাও করেন বিচারক। এবার নিম্ন আদালতের সেই রায়কে চ্য়ালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভয়ার বাবা-মা। শুনানি কবে তা এখনও জানা যায়নি।