• কলকাতার ঐতিহ্যবাহী দুই ঘাটের সৌন্দর্যায়ন, উদ্যোগ নিল গার্ডেন রিচ শিপবিল্ডার্স
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার প্রাচীন ঐতিহ্য রক্ষা ও প্রসারের লক্ষ্যে এগিয়ে এল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। বাগবাজারের মায়ের ঘাট এবং গার্ডেন রিচের সুরিনাম ঘাটের সৌন্দর্যায়নের দায়িত্ব নিল তারা। এটি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের একটি অংশ।

    গত ৬ই আগস্ট ২০২৫ এই প্রকল্পের পরিকল্পনায় একটি মৌ স্বাক্ষরিত হয়। জিআরএসই-এর জিএম শ্রী রাজীব শ্রীবাস্তব, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ট্রাস্টের (এসএমপিকে) চিফ ইঞ্জিনিয়ার শ্রী শান্তনু মিত্র এই চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন জিআরএসই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি (অবসরপ্রাপ্ত) এবং এসএমপিকে-এর চেয়ারম্যান শ্রী রাথেন্দ্র রামন। এছাড়াও দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন।

    উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত মায়ের ঘাট ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই ঘাটের সঙ্গে শ্রী শ্রী সারদা মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি বাগবাজারে তাঁর বাড়িতে থাকার সময় এই ঘাট ব্যবহার করতেন। জিআরএসই-এর নতুন এই উদ্যোগে স্থানটির রক্ষণাবেক্ষণ করা হবে। যাতে আগামী প্রজন্মও এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারে।

    সুরিনাম ঘাটেরও নিজস্ব এক ইতিহাস রয়েছে। ১৮৭৩ সালের ২৬শে ফেব্রুয়ারি এখান থেকেই ‘লল্লা’ নামক একটি পালতোলা জাহাজে ৪১০ জন চুক্তিভিত্তিক শ্রমিক ও তাদের পরিবার ডাচ উপনিবেশ সুরিনামে রওনা দিয়েছিল। এটি ছিল ভারতীয় প্রবাসীদের সুরিনামে যাত্রার প্রথম ধাপ। ১৯১৬ সাল পর্যন্ত আরও ৬৩টি জাহাজে প্রায় ৩৪৩০৪ ভারতীয় সুরিনামে পৌঁছয়। বর্তমানে সুরিনামে মোট জনসংখ্যার ৩৫ শতাংশেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন। এই ঘাটে অবস্থিত ‘মাই বাপ মেমোরিয়াল’ ভাস্কর্যটি ভারতীয়দের অদম্য চেতনার প্রতীক।

    মায়ের ঘাট ও সুরিনাম ঘাটের সংস্কার এবং সৌন্দর্যায়ন কেবল এই ঐতিহ্যবাহী স্থান দুটিকেই সংরক্ষণ করবে না, একই সাথে ভারতের ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কেও মেলে ধরবে। এর জন্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এই প্রয়াস প্রশংসনীয়।
  • Link to this news (প্রতিদিন)