• সল্টলেক কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, ১২ ঘণ্টা পরও গ্রেপ্তারি শূন্য
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকে ডেলিভারি বয়ের মৃত্যু নিয়ে জারি শোরগোল। তবে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তারি শূন্য। ইতিমধ্যেই পুলিশের তরফে দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। দ্রুতই অভিযুক্তরা জালে ধরা পড়বে বলেই আশাবাদী পুলিশ।

    বুধবার বিকেলে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে পরপর দুটো বাইকে ধাক্কা মারে। একটি বাইকে ছিলেন ওই ডেলিভারি বয়। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেলিংয়ের কাছে। রেলিংয়ে আটকে যান যুবক। এদিকে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়ি। ওই চারচাকা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। তবে ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই জীবন্ত পুড়ে যান তিনি। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তিনি ডেলিভারি বয়কে উদ্ধার না করে ভিডিও করতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। তাতেই উত্তজিত হয়ে পড়ে এলাকাবাসী। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পালটা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

    মৃত্যুর ঘটনার পর ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা ঘাতক গাড়ির চালক। নম্বর প্লেট থাকা সত্ত্বেও কেন চালকের হদিশ এখনও পেল না পুলিশ, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এদিকে ওই যুবক যে রেলিংয়ে আটকে গিয়েছিলেন, সেই জায়গা অনাবৃত বলে খবর। ফলে ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছলেও যথাযথ প্রমাণ পাবেন কি না, সেই প্রশ্নও থাকছে।
  • Link to this news (প্রতিদিন)