• অনলাইনে টিকিট কাটলেই ভাড়ায় ৫% ছাড়, বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • দোরগোড়ায় দুর্গাপুজো। তার আগেই কলকাতার মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর। এ বার থেকে মোবাইল অ্যাপ অর্থাৎ ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার‌ পি উদয় কুমার রেড্ডি জানান, স্টেশন থেকে যদি টিকিট কাটা হয়, সে ক্ষেত্রে পেপার এবং প্রিন্টের খরচ পড়ে। কিন্তু অনলাইন টিকিট বুক করলে সেই খরচ থাকবে না। ফলে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে তা লাগু হবে। স্বাভাবিক ভাবেই বহু যাত্রী উপকৃত হবেন।

    মেট্রো রেলের এক আধিকারিক বলেন, ‘বর্তমানে কাউন্টার থেকে কাটলে শোভাবাজার থেকে  এসপ্ল্যানেড যাওয়ার জন্য টিকিটের দাম পড়ে ১০ টাকা। যদি তা অনলাইনে কাটা হয়, সে ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাবেন যাত্রী। অর্থাৎ টিকিটের দাম হয়ে যাবে ৯টাকা ৫০ পয়সা। অর্থাৎ ২০ টাকার টিকিটের ক্ষেত্রেই এই ছাড় দাঁড়াবে ১ টাকা।’ বর্তমানে অনলাইন পরিষেবা দেওয়ার দিকে ঝুঁকছে অধিকাংশ সরকারি সংস্থাগুলিই। এ বার সেই লক্ষ্যে আরও একধাপ এগোল কলকাতা মেট্রো।

    আগামীতে মেট্রো রেল এবং ইস্টার্ন রেলে যাতায়াতের ক্ষেত্রে নতুন স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে, সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, ‘কলকাতা মেট্রো রাইড’ নামে একটি অ্যাপ আগেই চালু করা হয়েছিল। এই অ্যাপে নিজের পাশাপাশি অন্যের জন্যও টিকিট কেটে দিতে পারেন যাত্রীরা। এই অ্যাপটির নামই পরবর্তীতে হয় ‘আমার কলকাতা মেট্রো’। 

    প্রতিদিন মেট্রোতে ব্যাপক ভিড় হয়। পুজোর সময়ে সেই ভিড় আরও বাড়তে পারে। অনলাইনে এই সুবিধা পাওয়া গেলে কাউন্টারের সামনে ভিড় অনেকটাই কমতে পারে বলে মনে করছে অভিজ্ঞমহল।

  • Link to this news (এই সময়)