• জয়ের ধারা অব্যাহত মহামেডানের, শক্তিশালী ইউনাইটেড কলকাতাকে হারাল ভবানীপুর
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদার্ন সমিতিকে গত ম্যাচে হারিয়ে চলতি কলকাতা লিগে প্রথম জয় পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার শ্রীভূমির বিরুদ্ধে জয়ের সেই ধারা অব্যাহত রাখলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। শক্তিশালী শ্রীভূমিকে ৩-১ গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। অন্য ম্যাচে শক্তিশালী ইউনাইটেড কলকাতাকে হারিয়েছে ভবানীপুর।

    বারাকপুর স্টেডিয়ামে এদিন শ্রীভূমি হারাতে বেশ বেগ পেতে হল মহামেডানকে। যদিও ১৮ মিনিটে শিবা মাণ্ডির গোলে এগিয়ে যায় সাদা-কালো। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ঠিক পরের মিনিটেই শ্রীভূমিকে সমতায় ফেরান অরিত্র ঘোষ। এরপর দুই দলই টেকটিক্যাল ফুটবল খেলে। এর মধ্যে কিছু সুযোগও পায় দু’টি দল। যদিও তা থেকে গোল হয়নি। স্কোর লাইন ১-১ অবস্থায় বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধে দুই দলই তুল্যমূল্য ফুটবল খেলে। ৭৮ মিনিটে লালথানকিমার গোলে ব্যবধান বাড়ায় মহামেডান। খেলার একেবারে শেষে, অতিরিক্ত সময়ে শ্রীভূমির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আদিসন সিং। এই জয়ের ফলে ঘরোয়া লিগে দ্বিতীয় জয় পেল সাদা-কালো ব্রিগেড।

    এদিন অন্য একটি ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা বনাম ভবানীপুর ক্লাব। গ্রুপ বি-তে লিগ টেবিলের শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ভবানীপুর ক্লাব। আরও একটি ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড এসসি।
  • Link to this news (প্রতিদিন)