• আতঙ্ক ছড়াল দিঘায়, পর্যটকভর্তি সৈকত নগরীতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা। দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন দুই যুবক। দীর্ঘ প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করা হলেও এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক। মৃত পর্যটক নারায়ণ সাউ (৪২) ওরফে বিজু। এই ঘটনায় আতঙ্কিত অন্যান্য পর্যটকরা। 

    জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ হাওড়ার লিলুয়া থেকে আসা নয়জন পর্যটকের একটি দল সমুদ্রের ধারে বসেছিলেন। এই দুই পর্যটক স্নান করতে সমুদ্রে নামেন। স্নান করতে করতে সমুদ্রের কিছুটা ভিতরে চলে যান তাঁরা। আচমকাই একটি বিরাট ঢেউ এই দুই পর্যটককে টেনে নিয়ে যায় গভীর জলে। প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। চেষ্টা করেন ভেসে থাকতে। বিষয়টি চোখে পড়তেই হৈ হৈ করে ওঠেন সকলে। তাঁদের বাঁচাতে এগিয়ে যান নুলিয়ারা। এরপর উদ্ধার করে তাঁদের স্পিডবোটে করে পাড়ে নিয়ে আসা হয়। দু'জনের শারীরিক অবস্থাই তখন গুরুতর। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় দিঘার হাসপাতালে। তাঁদের মধ্যে নারায়ণ সাউকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক পর্যটক শঙ্কর হাজরার অবস্থা খুবই সঙ্গীন। তাঁর চিকিৎসা চলছে। 

    চলতি সপ্তাহের শুক্রবার স্বাধীনতা দিবস। শনি ও রবিবার পরপর দু'দিন অনেক অফিসেই ছুটি। ফলে তিনদিনের এই টানা ছুটি উপলক্ষে বহু পর্যটক পরিবার পরিজন নিয়ে দিঘায় গিয়েছেন সময় কাটাতে। একদিকে সমুদ্র অন্যদিকে সদ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়া দিঘার জগন্নাথদেবের মন্দির। এই দুইয়ের আকর্ষণে এই মুহূর্তে দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হচ্ছে কোনোরকম ঝুঁকি না নিতে। বিশেষ করে সমুদ্রে স্নান করার সময় বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে। কিন্তু তারপরেও সতর্কবার্তা ও নুলিয়াদের বারন উপেক্ষা করে বহু পর্যটক স্নান করতে করতে সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করছেন। যার জন্য তৈরি হচ্ছে ঝুঁকি। এর পাশাপাশি সমুদ্রের সব জায়গায় স্নানের অনুমতি থাকে না। কারণ, সেখানে রয়েছে বিপদের সম্ভাবনা। কিন্তু অভিযোগ, সেই সমস্ত বারন উপেক্ষা করেই অনেক পর্যটক সেখানে স্নান করতে চলে যাচ্ছেন। 

    ভরা এই মরসুমে দিঘার বিভিন্ন হোটেল ও রিসর্টগুলিতে এই মুহূর্তে পা রাখার জায়গা নেই বললেই চলে। বুকিং পেতে অসুবিধা হতে পারে এই আশঙ্কায় বহু পর্যটক আগাম হোটেল বুকিং সেরে নিয়েছেন। অনেকে আবার দিঘায় পৌঁছেও হোটেল ঠিক করে উঠেছেন। ফলে সব মিলিয়ে এইমুহুর্তে দিঘা একেবারে জমজমাট। কিন্তু সেই আনন্দের মুহূর্তে এইরকম একটি দুর্ঘটনার জন্য সকলেই বিষাদগ্রস্ত ও আতঙ্কিত। তাঁদের অনেকেই বলছেন নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হোক। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে যেন তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হয়। যাতে লোক আইন ভঙ্গের মতো কোনো কাজ না করেন।
  • Link to this news (আজকাল)