রাত দখল LIVE: ‘বিচার না পেলে আত্মহত্যা’, শ্যামবাজারের মঞ্চে গর্জন তামান্নার মায়ের
প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
ফের রাত দখল। শ্যামবাজার-সহ কলকাতার একাধিক জায়গায় জমায়েত। প্রতিবাদ মিছিল রাজ্যের অন্যত্র। বিচার চেয়ে ফের রাজপথে জনতা। তবে প্রশ্ন, রাজনীতির কারবারে অভয়া কি বোড়ে মাত্র? আন্দোলনের নামে স্বার্থসিদ্ধির পথেই কি হাঁটছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী? রাত দখল সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাত দখল LIVE-এ।
রাত ৯.১৫: শ্যামবাজারের মঞ্চে যোগ কালীগঞ্জে উপনির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের বালিকা তামান্নার মায়ের। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি।