• ’৪৭ সালের ১৫ আগস্টের সংবাদপত্র সংগ্রহে রেখেছেন বাগডোগরার প্রধান সঞ্জীব সিনহা
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • শ্যামল পাল, বাগডোগরা: ১৯৪৭ সাল ১৫ আগস্ট, সকালে চায়ের সঙ্গে সংবাদ পত্রিকা। সেদিনের ওই খবর পড়তে পাড়া প্রতিবেশীরাও ভিড় জমিয়েছিল বাড়িতে। আজও শিহরণ জেগে ওঠে সেদিনের ওই খবরের কথা ভাবলে। স্বাধীনতার দিনের সেই সংবাদপত্র যত্নের সঙ্গে আগলে রেখেছেন শিলিগুড়ির বাগডোগরার সঞ্জীব সিনহা। বর্তমানে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীববাবু। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি পুরনো ও ঐতিহাসিক জিনিস সংগ্রহ করে রাখা তাঁর শখ। ব্রিটিশ আমল থেকে শুরু করে নানা দশকের জিনিসপত্র রয়েছে তাঁর সংগ্রহশালায়। 

    ১৯৪৭ সালের ১৫ আগস্টের সেই পত্রিকা দেখলে আজও শিহরণ জাগে। স্বাধীনতা দিবসের সেই পত্রিকায় রয়েছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ স্বাধীনতা সংগ্রামীদের নাম ও ছবি। শেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেনেরও ছবি রয়েছে। সেদিনের সেই পত্রিকা আজও রেখেছেন সঞ্জীববাবু। আপার বাগডোগরায় তাঁর বাড়িতে বর্তমানে ২০০ বছরের পুরনো একটি ঘড়ি রয়েছে। তাছাড়া দেশ বিদেশের মুদ্রা, চরকা, ৭০ বছরের পুরনো রেলওয়ে সিগনাল ল্যাম্প, ব্রিটিশ শাসনকালের হট লাইন টেলিফোন থেকে স্বাধীনতা সংগ্রামীদের ডাকটিকিট, ব্রিটিশ আমলের চিঠি, বিয়ের কার্ড ইত্যাদি বহু জিনিস রয়েছে তাঁর সংগ্রহে। 

    সঞ্জীববাবু বলেন, বাবা প্রয়াত গণেশচন্দ্র সিনহারও পুরনো জিনিসপত্র সংগ্রহের শখ ছিল। স্কুল জীবন থেকেই নানা ধরনের জিনিস সংগ্রহ শুরু করি। এরপর বিভিন্ন জায়গা থেকে এক এক করে এই জিনিসগুলি সংগ্রহ করেছি। স্বাধীনতা দিবসের সেই পত্রিকা আমাকে অশোক রায় নামে এক ব্যক্তি উপহার দিয়েছেন। তাঁর বাবা সেটি রেখেছিলেন। সেই থেকে আমিও যত্নের সঙ্গে আগলে রেখেছি। যে কোনও জিনিস যত্ন করে রেখে দিলে একদিন তার গুরুত্ব বাড়ে, এই ভাবনা নিয়েই সংগ্রহ শুরু। বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রথম বেবি ওয়েট মেশিনও রয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)