• রাজনীতির ময়দানে প্রচারে নেমেছিলেন স্বয়ং নেতাজি
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: কান্দির রাজনীতির ময়দানে নেমেছিলেন স্বয়ং নেতাজী সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ আমলে কংগ্রেস প্রার্থীর সমর্থনে স্থানীয় নেতৃত্বকে নিয়ে প্রচারও করেছিলেন। প্রায় ১০০বছর আগের ওই ঘটনার স্মৃতিচারণা হয় কান্দি শহরের জেমোর গোলাপবাগানের মিশ্র বাড়িতে।

    সময়টা ছিল ১৯২৯ সালের ১২ ফেব্রুয়ারি। ওই সময় পরিষদীয় নির্বাচন উপলক্ষ্যে নেতাজী কান্দিতে পা রেখেছিলেন। কংগ্রেস প্রার্থী তাজবাহাদুর সিংয়ের সমর্থনে তিনি প্রচার করেন। তাজবাহাদুরের বিরুদ্ধে সুরেন্দ্রনারায়ণ সিংহ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে সুরেন্দ্র সিংহের পরাজয় ঘটে।

    সেবছর নির্বাচনী প্রচারে ১২ফেব্রুয়ারির সকালে নেতাজী কান্দি শহরের জেমো এলাকার ফকিরচক বা অধুনা গোলাপবাগানের মিশ্র বাড়িতে পা রেখেছিলেন। সেসময় কংগ্রেসের তরুণ সংগঠক ছিলেন প্রয়াত পতিতপাবন মিশ্র। তাঁর বাড়িতে রাজনৈতিক আলোচনা করেছিলেন সুভাষচন্দ্র। পতিতপাবন মিশ্রের ছেলে সাহিত্যিক মলয় মিশ্র বলেন, বাবার কাছে জেনেছি, ওইদিন সকালে নেতাজী তৎকালীন মুর্শিদাবাদ কংগ্রেস কমিটির সদস্য বিভূতিভূষণ সিংহের সঙ্গে আমাদের বাড়ি আসেন। বাবা তখন কান্দি কংগ্রেসের সহ-সম্পাদক ছিলেন।

    মলয়বাবু আরও বলেন, বাবাকে নেতাজী বলেছিলেন, তোকে এখনই আমার সঙ্গে যেতে হবে। বাবা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, কোথায় যেতে হবে? নেতাজী বলেন, চলো তো। এরপর বাবা তাঁদের ঘরে নিয়ে গিয়ে বসান। কিছু খাওয়ার অনুরোধ করলে নেতাজী বলেছিলেন, পতিতপাবনের বাড়িতে চা পাই না? বাবা বলেছিলেন, আমি চা খাই না। তবে ব্যবস্থা করে দিতে পারি। নেতাজী হেসে বলেছিলেন, দেখো, আমরা কলকাতার মানুষ। আমরা চা খাই। তুমি বাড়িতে ব্যবস্থা করে রেখো। এরপর বাবাকে সঙ্গে নিয়ে নেতাজী সাংগঠনিক কাজে বেরিয়ে পড়েন।

    নেতাজীর সঙ্গে কান্দির এই যোগ শুধু মিশ্র পরিবার নয়, কান্দি মহকুমার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে গর্বের বিষয়। কান্দির বিভিন্ন দলের স্থানীয় নেতৃত্ব দাবি করেন, তাঁরা নেতাজীর আদর্শ অনুসরণ করে চলেন।

    কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, কান্দির রাজনীতিতে নেতাজী সুভাষচন্দ্র বসু আজও প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। কান্দির রষোড়ার বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির সদস্য ধনঞ্জয় ঘোষ বলেন, নেতাজী সম্পর্কে বলার স্পর্ধা আমার নেই। তবে কান্দির রাজনীতিতে নেতাজীর অবদান অসীম।

    সিপিএমের কান্দি লোকাল কমিটির সম্পাদক স্বরূপ মুখোপাধ্যায় বলেন, কান্দির রাজনীতির শুরুটা নেতাজীর আর্বিভাবের মাধ্যমে হয়েছিল। কান্দির রাজনীতির জনক একমাত্র নেতাজীকেই বলা চলে। কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ বলেন, কান্দির রাজনৈতিক গুরু একমাত্র নেতাজী সুভাষচন্দ্র বসু হতে পারেন।
  • Link to this news (বর্তমান)