• স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্সবের মেজাজ, তেরঙায় সেজেছে কলকাতা
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরজুড়ে উত্সবের আমেজ। পাড়ায় পাড়ায় তেরঙা পতাকার দোকান বসেছে। সেখানে পতাকা ছাড়াও সবুজ-সাদা-গেরুয়া রঙের হেয়ার ব্যান্ড, কানের দুল, স্টিকার সহ নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। যা দেখে খুদে থেকে বড়রা সকলেই আকৃষ্ট। কোথাও মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন হবে, কোথাও আবার শুক্রবার সকালের জন্য প্রস্তুতি তুঙ্গে। ছোট ছোট মঞ্চ বাঁধা হয়েছে। এদিন সকাল থেকেই অনেক জায়গায় মাইকে দেশাত্মবোধক গান বেজেছে। ছোট ব্যবসায়ীরা এসব দেখে বুকে বল পাচ্ছেন। তাঁদের বক্তব্য, ‘মানুষ উত্সবের মেজাজে থাকলে আমাদের দু’পয়সা বেশি রোজগার হয়।’

    কলকাতার ক্যানিং স্ট্রিট এলাকা কার্যত তেরঙায় মুড়ে গিয়েছে। প্রায় সবকটি দোকানে ভারতের পতাকার আদলে নানা জিনিস বিক্রি হচ্ছে। দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে দেখা গেল তেমনই একটি দোকান। স্বাধীনতা দিবসে পতাকা দিয়ে বাড়ি সাজানোর জন্য মায়ের হাত ধরে দোকানে এসেছিল এক খুদে। তবে শুধু পতাকা নয়, তেরঙা হেয়ার ব্যান্ড-ক্লিপ দেখে খুদেও বায়না জুড়ে দেয়। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া পোস্টকার্ড চোখে পড়েছে। এক খুদেকে দেখা গেল, মন দিয়ে নেতাজি, ক্ষুদিরাম বসু, ভগত্ সিংয়ের ছবি বাছাই করছে। কসবার বাসিন্দা রিঙ্কি পাল বলছিলেন, ‘এখন এই ধরনের পোস্টকার্ড সব জায়গায় পাওয়া যায় না। আমি গল্প করেছিলাম। মেয়ে এখন দেখেই বলছে কিনবে।’ ভারতের পতাকা আঁকা টি-শার্টের চাহিদাও ব্যাপক। তার সঙ্গে তেরঙা টুপি, ঝালোর, পাখা— ক্রেতারা যা দেখছেন, তাই কিনে ফেলছেন। অন্যদিকে, নিউ মার্কেট সহ শহরের বিভিন্ন প্রান্তে জামাকাপড়ের দোকানের বাইরে দেখা গেল, সবুজ-সাদা-গেরুয়া রঙে সজ্জিত ম্যানিকুইন। পাড়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাচ্চাদের দেখা গেল সাদা সালোয়ারের সঙ্গে তেরঙা ওড়নার খোঁজ করছে। সেই চাহিদা মেটাতে বাবা-মায়েরা হন্যে হয়ে ঘুরছেন দোকানে দোকানে।

    ময়দান এলাকায় আইসক্রিম, খাবার বিক্রেতারা বলছিলেন, ‘এদিন থেকেই দেখছি, লোকজনের মধ্যে একটা উত্সবের আমেজ চলে এসেছে। শুক্রবারও মনে হয় অনেকে ঘুরতে বের হবেন। আমাদেরও দু’পয়সা বেশি রোজগার হবে।’ 
  • Link to this news (বর্তমান)