উদ্ধার চুরি যাওয়া টাকা ও সোনার গয়না, বারাসত থানার হাতে ধৃত ১
বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সকালে সাইকেলে ব্যাগ ঝুলিয়ে দোকানের তালা খুলছিলেন এক ব্যবসায়ী। তখনই কয়েক লক্ষ টাকা সহ সোনার গয়নার ব্যাগ নিয়ে পালায় এক দুষ্কৃতী। সেই ঘটনার কিনারা করল বারাসত থানার পুলিস। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৩ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা ও সোনার গয়না। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতের নাম মফিজুল মণ্ডল ওরফে খোকন। বৃহস্পতিবার উদ্ধার হওয়া টাকা এবং গয়না পুলিস ফিরিয়ে দিয়েছে ব্যবসায়ী রঞ্জন রায়কে।
পুলিস জানিয়েছে, বারাসতের মধুমুরালির বাসিন্দা ব্যবসায়ী রঞ্জন রায় ১০ আগস্ট সকালে তাঁর দোকানের তালা খুলছিলেন। পিছনেই রাখা ছিল তাঁর সাইকেল। সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগে ছিল প্রায় চার লক্ষ টাকা সহ কিছু সোনার গয়না। কিন্তু তালা খুলে সাইকেল আনতে গিয়ে তিনি হতবাক! দেখেন, সাইকেলের চিহ্নই নেই। ব্যাগ ভর্তি টাকা এবং সোনার গয়নাও খোয়া গিয়েছে। তখন তিনি বারাসত থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অশোকনগরের নাদুরিয়া এলাকা থেকে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে পুলিসি হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা সহ সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
এনিয়ে বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস বলেন, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সাহায্যে এই ঘটনার কিনারা করা গিয়েছে। আর কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র