নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলে তলিয়ে গিয়েছেন তিনি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাত পর্যন্ত যুবকের সন্ধান মেলেনি বলে জানিয়েছে লালবাজার। নিখোঁজ যুবকের নাম জিতেনকুমার দে (৪১)। তিনি উল্টোডাঙা মেইন রোডের বাসিন্দা। তাঁকে ডুবে যেতে দেখে স্থানীয়রা উত্তর বন্দর থানায় খবর দেন। তাঁর খোঁজ চলছে।