পানপুর বিডিও অফিসে চালু হল চাকরি পরীক্ষার প্রশিক্ষণ শিবির
বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানপুর বিডিও অফিসে চাকরির পরীক্ষায় বসার প্রস্তুতি শিবির শুরু হল বৃহস্পতিবার। রেল, ব্যাঙ্ক, পিএসসি, এসএসসি প্রভৃতি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিবির পরিচালনা করবে। ৩০০ জন ছাত্রছাত্রী ইতিমধ্যে আবেদন করেছেন। মঙ্গলবার ক্লাস শুরু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, নৈহাটির বিধায়ক সনৎ দে, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, বারাকপুর ১-এর বিডিও গার্গী দাস প্রমুখ। সাংসদ পার্থ ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের জন্য চাকরির পরীক্ষার এই প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ বাস্তবায়িত হতে চলেছে। ৩০০ জন প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের দিয়ে শিবির শুরু হতে চলেছে।