• তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস কাউন্সিলার
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার অশোকনগর-কল্যাণগড় পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। এদিন অশোকনগরের চৌরঙ্গী মোড়ে একটি কর্মসূচিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সব্যসাচী দত্ত প্রমুখ। সেখানে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তারক দাস সহ শহরের শতাধিক কংগ্রেস কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন।

    এনিয়ে নারায়ণবাবু বলেন, এতে অশোকনগর শহর তৃণমূলের শক্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে সব্যসাচী দত্ত বলেন, বাংলার উন্নয়নে শামিল হতে ও বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদ জানাতে এদিন ওঁরা তৃণমূলে যোগদান করেছেন। প্রসঙ্গত, অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে দু’টিতে জয়ী হয়েছেন বামেরা। এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডটিতে কংগ্রেসের কাউন্সিলার ছিলেন তারক দাস। তবে, তিনি আগে তৃণমূলেই ছিলেন। কিন্তু পুরসভা নির্বাচনে দলের টিকিট না পাওয়ায় কংগ্রেস থেকে লড়ে কাউন্সিলার হন।
  • Link to this news (বর্তমান)