• বিদ্যুতের মিটার চুরি করতে গিয়ে পুলিসের জালে
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: বিদ্যুতের মিটার চুরি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত এগারোটার সময়, হাসনাবাদ থানার খেজুরবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গ্রামেরই বাসিন্দা। নাম সন্তু প্রামাণিক। ধরা পড়ার পর গ্রামবাসীরা তাঁকে পোস্টের গায়ে বেঁধে গণপিটুনি দেন। তাঁরা বলেন,  সন্তু দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের বিদ্যুতের তার সার্ভিস পোলের মাথা থেকে খুলে, ট্রান্সফরমারের ফিউজ খুলে বিক্রি করে দিচ্ছেন। এমনকী রাস্তার পোস্টের লাইটও খুলে বিক্রি করে দেন। এদিন ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই যুবককে রাস্তার পোস্টে বেঁধে পুলিসকে খবর দেন। পুলিস এসে সন্তুকে নিয়ে যায় থানায়।
  • Link to this news (বর্তমান)