২৮ আগস্টের মধ্যেই সব বিশ্ববিদ্যালয় পাবে স্থায়ী উপাচার্য, আশাবাদী রাজ্য
বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়েই ২৮ আগস্টের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। তারপরে আর কোনও ‘কেয়ারটেকার ভিসি’ রাখা যাবে না। সম্মাননীয় বিচারপতি ইউএন ললিত যাঁদের ঠিক করবেন, তাঁরা ২৮ আগস্টের মধ্যেই নিযুক্ত হবেন বলে আশা করি। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসে এই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, এখনও রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দে’র সঙ্গে সরকার পক্ষের তুমুল বিতণ্ডা চলছে ২৮ আগস্ট সেমেস্টারের পরীক্ষা রাখা নিয়ে। সেদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। যানজটে পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পরীক্ষার দিন পরিবর্তনের অনুরোধ করেছিল উচ্চশিক্ষা দপ্তর। তা নিয়ে স্পেশাল সিন্ডিকেট ডেকেও শেষপর্যন্ত পুরনো রুটিনেই অবিচল থাকেন উপাচার্য। সেই প্রসঙ্গ ধরেই প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রীকে। তিনি তার উত্তরে স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস দিলেও পরীক্ষার দিন পরিবর্তন করা যাবে কি না, তা নিয়ে এদিন নিশ্চিত কোনও আশ্বাস দেননি তিনি। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিষয়টি পরে দেখা যাবে।
বিজেপি নেতা তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডা বুধবার দাবি করেছিলেন, ২৮ আগস্টের আগেই অধ্যাপক আশুতোষ ঘোষকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করবে সরকার। তিনি এসে ২৮ আগস্ট পরীক্ষার দিন পরিবর্তন করবেন। আর এর জন্য জেলে বসেই কলকাঠি নাড়ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রুদ্ধশ্বাস থ্রিলার দেখি। ভালোই লাগে। তবে বিশ্বাস করি না। এই দাবিও সেরকমই।
সংসদে এদিন দেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নামে একটি প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সাউন্ড ইঞ্জিনিয়ার তথা প্রথিতযশা চিত্রপরিচালক তপন সিনহার নামে একটি স্টুডিও উদ্বোধনও করা হয়েছে। সেখানে সিলেবাসের নানা অধ্যায় ধরে ভিডিও ক্লাসের শ্যুটিং ও রেকর্ডিং হবে। একটি বুকমার্টও উদ্বোধন করা হয়েছে এদিন। মন্ত্রী এই বুকমার্টের নাম বহুভাষাবিদ হরিনাথ দে’র নামে রাখার সুপারিশ করেছেন।