• দেশ স্বাধীনে বাংলার অবদান সবচেয়ে বেশি: মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ আগস্ট ২০২৫
  • দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রের মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্মরণ করিয়ে দিলেন, দেশ স্বাধীনে বাংলার অবদান সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনও রাজ্য সবচেয়ে বেশি অংশ নেয়, তা হল বাংলা। এখানেই স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা সবচেয়ে বেশি।

    মমতা বলেন, ‘মধ্যরাতের স্বাধীনতা আমরা পালন করি দীর্ঘদিন ধরে। শুধু স্বাধীনতার সময় নয়, স্বাধীনতার পরও যাঁরা দেশরক্ষা করছে, সবাইকে স্যালুট। ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনও রাজ্য সবচেয়ে বেশি অংশ নিয়ে থাকে, তা হল বাংলা। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি।’

    মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, বাংলার সেই অবদান ইদানিং অনেকে ভুলে যাচ্ছেন। কথা প্রসঙ্গে তিনি দেশ স্বাধীনতায় স্মরণ করেন স্বামী বিবেকানন্দ, নেতাজির অবদানের কথা। তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন অনুপ্রেরণামূলক গানের কথাও এদিন স্মরণ করিয়ে দেন। সে সব গান যে বাঙালিরই তৈরি, তাও উল্লেখ করলেন। তিনি আরও বলেন, ‘অনেকেই জানেন না, সেসময় যে গান আমাদের অনুপ্রাণিত করেছিল, তার মধ্যে একটি গান – মুক্তির মন্দির সোপান তলে…। এই গানের গীতিকার মোহিনী চৌধুরী, তাঁর বাড়ি বেহালায়। বেঁচে থাকতে আমি তাঁর বাড়ি গিয়ে প্রণাম করে এসেছিলাম। কেউ জানে না যে তিনি গানের রচয়িতা। এরকম হতেই পারে। হয়ত একটা গান যিনি লিখছেন, তাঁকে সেভাবে কেউ চিনতে পারে না। হয়ত গানটাই বেশি জনপ্রিয় হয়।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)