• সিপিএমের হয়ে রাজনীতি করছে অভয়া মঞ্চ! এবার তৈরি হল ‘ভয়েস অফ অভয়া’, আন্দোলনে ফাটল?
    প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
  • রমেন দাস: সিপিএমের হয়ে কাজ করছে অভয়া মঞ্চ! ৮ আগস্ট শ্যামবাজারে রাত দখলের মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করেছিলেন অভয়ার বাবা। ১৪ আগস্ট, শুক্রবার ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করল নতুন প্রতিবাদী মঞ্চ ‘ভয়েস অফ অভয়া’।

    জানা যাচ্ছে, এদিন মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’। সংগঠনের তরফে বলা হয়েছে, নাগরিক সমাজকে নিয়ে ন্যায়বিচারের জন্যই এই মঞ্চ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভয়া মঞ্চের অন্যতম মুখ ডক্টর পুণ্যব্রত গুঁই সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন, ”হ্যাঁ, আমি শুনেছি এমন একটা মঞ্চ তৈরি হয়েছে।” এতে কি আন্দোলনেই ভাঙন ধরছে না? উত্তরে তাঁকে বলতে শোনা যায়, ”যাঁরা এটা করেছেন তাঁরা অভয়া মঞ্চে ছিলেন না। তবে আমি মনে করি একটাই মঞ্চ হওয়া উচিত দল-মত নির্বিশেষে।”

    ‘ভয়েস অফ অভয়া’র ভাইস প্রেসিডেন্ট ডক্টর সজল বিশ্বাসকে প্রশ্ন করা হয় গণ কনভেনশন নিয়ে। তিনি বলেন, ”এটা নাগরিক সমাজের তরফেই ডাকা হয়েছিল। তবে সঙ্গে সিনিয়র ডাক্তার, নার্সরাও ছিলেন।” কিন্তু কেন বিকল্প মঞ্চ তৈরি করা হল? মঞ্চের এমন ভাগাভাগি কেন। এপ্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, ”আন্দোলন আমরা দীর্ঘদিন ধরেই করছি। এলাকা ভিত্তিক নাগরিক কমিটিও তৈরি হয়েছে। এই সব কমিটিকে একটা ছাতার তলায় আনতেই এই মঞ্চ। গণেশ হালুই, বিনায়ক সেনের মতো ব্যক্তিত্বরাও আমাদের সঙ্গে রয়েছেন। এখানে ভাগাভাগির কোনও প্রশ্ন নেই।” একটিই মঞ্চ থাকা দরকার, পুণ্যব্রতের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর বিশ্বাস জানাচ্ছেন, ”আমরা তো সবাইকেই আমন্ত্রণ করেছিলাম। কিন্তু ওঁরা কেউ আসেননি। আগামিদিনে আশা থাকবে যদি ওঁরাও যোগ দেন আমাদের সঙ্গে।”
  • Link to this news (প্রতিদিন)