‘রাত দখলে’ রাজপথ জুড়ে রাত জাগল তিলোত্তমা, অভয়ার বিচার চেয়ে হাজার কণ্ঠে ডাক, ‘উই ওয়ান্ট জাস্টিস’
প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
ফের রাত দখল। শ্যামবাজার-সহ কলকাতার একাধিক জায়গায় জমায়েত। প্রতিবাদ মিছিল রাজ্যের অন্যত্র। বিচার চেয়ে ফের রাজপথে জনতা। তবে প্রশ্ন, রাজনীতির কারবারে অভয়া কি বোড়ে মাত্র? আন্দোলনের নামে স্বার্থসিদ্ধির পথেই কি হাঁটছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী? রাত দখল সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাত দখল LIVE-এ।
রাত ০২.২৫: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে রাত জাগল কলকাতা-সহ গোটা রাজ্যে। অভয়ার বিচার চেয়ে হাজার কণ্ঠে ডাক উঠেছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
রাত ১২টা: রাতদখল কর্মসূচি মেদিনীপুরেও। রাজপথে জনজোয়ার। প্রতিবাদীদের হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট। রয়েছে জাতীয় পতাকাও। দূরদূরান্ত পর্যন্ত কেবলই কালো মাথার সারি।
রাত ১১.৪৫: যাদবপুর কফি হাউসের সামনেও চলছে রাত দখল। এক বছর আগে আজকের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল পরিচিত রাজনীতি-কাঠামো। কোনও ব্যানার ছাড়াই এগিয়ে এসেছিল আট থেকে আশি।বৃহস্পতিবারের রাতে ফের একই দৃশ্য দেখল যাদবপুর।
রাত ১১.৩০: ১৪ আগস্ট ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করল নতুন প্রতিবাদী মঞ্চ। এদিন মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’। অভয়া মঞ্চের অন্যতম মুখ ডক্টর পুণ্যব্রত গুঁই অবশ্য বলছেন, ”আমি মনে করি একটাই মঞ্চ হওয়া উচিত দল-মত নির্বিশেষে।”
রাত ১১.০০: রাজপথই হয়ে উঠল দ্রোহের ক্যানভাস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় তুলি হাতে প্রতিবাদের স্লোগান।
রাত ৯.১৫: শ্যামবাজারের মঞ্চে যোগ কালীগঞ্জে উপনির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের বালিকা তামান্নার মায়ের। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি।