• LIVE: ২০৩৫ সালের মধ্যে দেশের সুরক্ষায় তৈরি করা হবে সুদর্শন চক্র মিশন: প্রধানমন্ত্রী
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • প্রয়াত অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজ়োস। বৃহস্পতিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে জ্যাকির বয়স হয়েছিল ৭৮ বছর।

    স্বাধীনতা দিবসের ভাষণে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RSS-কে বিশ্বের বৃহত্তম NGO বলে অভিহিত করেন তিনি।

    মোদী বলেন, ‘১০০ বছর আগে একটি সংগঠনের জন্ম হয়েছিল। যার নাম ছিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। জাতি গঠনে এই সংগঠনের অবদান অপরিসীম। তার কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজের কল্যাণ। তার ১০০ বছরের নিষ্ঠার অবদান রয়েছে। দেশ আরএসএস-এর জন্য গর্বিত।‘

    লালকেল্লা থেকে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর মোট ১০৩ মিনিট ভাষণ দিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, এ যাবৎকালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘতম ভাষণ এটি।

    লালকেল্লা থেকে নিজস্ব সুরক্ষা চক্র তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্রর হামলাকে প্রতিরোধ করার জন্য সুদর্শন চক্র নামে একটি উন্নত অস্ত্র ব্যবস্থা তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি। শক্রর উপর নির্ভুল ভাবে হামলা করতেও সক্ষম হবে এই সুদর্শন চক্র। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাধারণ নাগরিকদের সুরক্ষাতেও দেশের বিভিন্ন স্থানে এই সিস্টেম স্থাপনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ২০৩৫ সালের মধ্যে এই সুদর্শন চক্র তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

    ‘অনুপ্রবেশকারীরা আমার দেশের যুবকদের রুজি-রোজগার ছিনিয়ে নিচ্ছে। আমাদের দেশের মেয়েদের নিশানা করছে। এই অনুপ্রবেশকারীরা নিরীহ আদিবাসীদের বিভ্রান্ত করে তাদের জমি দখল করছে। দেশ এটা সহ্য করবে না।’

    ‘বৈচিত্র্যই আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শক্তি। আমাদের গৌরব। মহাকুম্ভে সেই বৈচিত্র্যের উদযাপন আমরা দেখেছি। ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীদের গর্বিত হওয়া উচিত।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন লালকেল্লা থেকে। এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা।’ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ৩.৫ কোটিরও বেশি যুবক উপকৃত হবেন।

    লালকেল্লা থেকেও ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা। শুল্ক হুঁশিয়ারির সামনে কোনও ভাবেই ঝুঁকবে না ভারত জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘স্বাধীনতার পর সকলের পাতে খাবার নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের কৃষকরা আমাদের স্বাবলম্বী করে তুলেছে। তাদের জন্য মোদী প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন। কৃষকদের স্বার্থে কোনও আপস করবে না ভারত।’

    প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সরকার শীঘ্রই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনবে। তাতে সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে। এটা হবে দীপাবলির উপহার। নতুন জিএসটি সংস্কার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর করের পরিমাণ কমাবে। এর জন্য তৈরি করা হবে টাস্ক ফোর্স।’

    নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা নিজেরাই গগনযানের প্রস্তুতি নিচ্ছি। ভারতে ৩০০টি স্পেস স্টার্ট-আপ রয়েছে, আমাদের দেশের তরুণরা মহাকাশ প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছেন। আমরা আমাদের নিজস্ব AI ইকোসিস্টেম গড়তে চাই।’

    প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘শুভাংশু শুক্লা মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছেন। খুব শীঘ্রই তিনি ভারতে ফিরবেন। এযাবৎকালের সমস্ত অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে খুব শীঘ্রই ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ভারত একাই নেতৃত্ব দিচ্ছে, UPI এই লেনদেনের ৫০% করে। আমাদের UPI প্ল্যাটফর্ম বিশ্বকে শাসন করছে। এর অর্থ হলো সম্ভাবনা রয়েছে, তাহলে কেন আমরা অন্যদের উপর নির্ভর করব? আমাদের ক্ষমতার উপর আস্থা আছে। আমি আমাদের দেশের তরুণদের ক্ষমতার উপর বিশ্বাস করি।’

    ‘আমাদের লক্ষ্য ভারতে যুদ্ধবিমান তৈরি করা। আত্মনির্ভরশীল হওয়াই প্রকৃত স্বাধীনতা। আমাদের ভারতের ভবিষ্যৎ নতুন করে গড়তে হবে। অন্যের উপর অতিরিক্ত নির্ভর করা বিপজ্জনক, আত্মনির্ভরতা কেবল আমদানি-রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।’ লালকেল্লা থেকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    লালকেল্লা থেকে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কৃতিত্ব দেশীয় সমরাস্ত্রকেই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,‘আত্মনির্ভর বলেই দ্রুত শত্রুকে জবাব দিতে পেরেছি আমরা।’

    স্বাধীনতা দিবসের ভাষণে চিরশত্রু দেশ পাকিস্তানের হুমকির কড়া জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক সেনার ফিল্ড মার্শাল আসিম মুনির পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে মোদী বলেন, 'দীর্ঘদিন ধরেই নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করে আসছি। কিন্তু আর নয়। এই ধরনের চেষ্টা করা হলে আমাদের সেনা এর উপযুক্ত জবাব দেবে।'

    লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কোনও পরমাণু হামলার হুমকি ভারত বরদাস্ত করবে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। নিজের জমি তৃষ্ণার্ত রেখে শত্রুদের জল দেওয়া হচ্ছিল। তা আর হবে না। ভারত এবং ভারতের কৃষকদেরই সিন্ধুর জলে অধিকার থাকবে।’

    স্বাধীনতা দিবসের ভাষণে দেশের সংবিধানের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। সংবিধান তৈরিতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাঁদেরও এ দিন প্রশংসা করেছেন মোদী। তিনি জানিয়েছেন, সংবিধান আমাদের চলার পথকে আলোকিত করে আমাদের দিশা দেখায়।

    স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে তিনি বলেছেন, 'আমাদের বীর সেনাদের আমি স্যালুট জানাই। অপারেশন সিঁদুরের মাধ্যমে তাঁরা শত্রুদের এমন জবাব দিয়েছে, যা শত্রুরা কল্পনাও করতে পারেনি।' ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলারও নিন্দা করেন তিনি।

    শুক্রবার সকালেই, সোশ্যাল মিডিয়াতে করা সেই শুভেচ্ছা বার্তায় ‘বিকশিত ভারত’ গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাতে তিনি লেখেন, ‘ এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আরও কঠোর পরিশ্রম করে যেতে এবং একটি বিকশিত ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করুক। জয় হিন্দ!’

  • Link to this news (এই সময়)