• মেট্রোয় চালু হলো রিচার্জেবল কার্ড
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • এই সময়: কলকাতা মেট্রোয় এ বার চালু হবে রিচার্জেবল কার্ড। বৃহস্পতিবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এই কার্ডের উদ্বোধন করেন সংস্থার জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।

    তিনি জানিয়েছেন, মানুষ যাতে কাউন্টারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকেন, তার জন্যই এমন কার্ডের পরিকল্পনা। মেট্রো জানিয়েছে, সিঙ্গল জার্নির জন্য এই কার্ড রিচার্জ করা যাবে। কার্ড কিনতে হবে ১০ টাকা দিয়ে। এর পরে যখন কোনও যাত্রী মেট্রোয় উঠবেন, তখন অনলাইনে কার্ডটি রিচার্জ করে নেবেন।

    এই কার্ডের মেয়াদ ন্যূনতম ছ’মাস। যাত্রীদের টিকিট কাটার সুবিধের জন্য মেট্রোয় টিকিট ভেন্ডিং মেশিন, কিউআর কোড এবং অন্য আধুনিক ব্যবস্থা আনা হয়েছে। এর পরেও টিকিটের জন্য লম্বা লাইন পড়ে। এই ব্যবস্থা বন্ধ করতেই এ বার এই রিচার্জেবল কার্ডের পরিকল্পনা।

  • Link to this news (এই সময়)