গোটা রাস্তার প্রায় ১০০ মিটার অংশ জুড়ে আক্ষরিক অর্থেই তৈরি হয়েছে মরণফাঁদ। রাস্তার নাম বেনারস রোড। হাওড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা গত তিন মাস ধরে কার্যত চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। বেলগাছিয়া মোড়ের কাছে ইট-পিচ-খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। অবিলম্বে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শেষে পুলিশ ও পুরসভার আধিকারিকেরা দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
এলাকাবাসী জানাচ্ছেন, একে তো বেনারস রোডের জায়গায় জায়গায় জল জমে আছে। তার উপরে আরও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে জলের নীচে থাকা গর্ত। সেই গর্ত বুঝতে না পেরে বাস, লরি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার। বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন হাওড়া পুরসভা শুধু মৌখিক আশ্বাস দিয়েই দায় ঝেড়ে ফেলেছে। বাস্তবে কিছুই কাজ হয়নি। তারই প্রতিবাদে এ দিন বেলা ১২টা থেকে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ শুরু করেন বাসিন্দারা। অবরোধের জেরে বেনারস রোড দিয়ে সব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ে কোনা মোড় পর্যন্ত। খবর পেয়ে আসে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু অবরোধকারীরা কোনও কথা শুনতে চাননি।
এক বাসিন্দা অমিত সাউ বলেন, ‘‘কিছু দিন আগে গর্তগুলির মুখে ইট বসিয়ে পুরসভার লোকজন চলে গিয়েছিলেন। গত সপ্তাহের বৃষ্টিতে সেই ইট ধুয়ে আবার আগের অবস্থা ফিরে এসেছে। এই পরিস্থিতি আমরা আর নিতে পারছি না।’’
দীর্ঘক্ষণ ওই রাস্তা অবরুদ্ধ হয়ে থাকার পরে শেষমেশ ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশ ও পুরসভার পদস্থ কর্তারা। হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘কেএমডিএ-কে এই রাস্তাটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের থেকে সবুজ সঙ্কেত না আসায় তারা কাজ করতে পারছে না। তবে আমি বলেছি, শুক্রবার থেকেই রাস্তা সারাই শুরু করতে হবে।’’