ধাক্কা লাগতেই সপাটে গালে এক চড়, রাস্তাতেই লুটিয়ে পড়ে মৃত্যু ভ্যান চালকের...
আজকাল | ১৫ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সামান্য ধাক্কা লাগতেই ভ্যান চালকের গালে সপাটে এক চড়। ঘুরে গিয়ে মাটিতে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু হল এক ভ্যান চালকের। মৃত চালক অলক নস্কর (৫৩) বলে জানা গিয়েছে। ঘটনায় অসীম দাস নামে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর থানা এলাকার কোনা হাইস্কুল মোড়ে।
পুলিশের একটি সূত্র জানায়, এদিন দুপুরে ভ্যান চালক অলোক তাঁর ভ্যানে মাল নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি ঢালু জায়গায় তিনি ভ্যানের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সেইসময় অভিযুক্ত অসীম সামনে হেঁটে যাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পারার জন্য ভ্যান গিয়ে ধাক্কা মারে অসীমকে। আচমকা এই ঘটনায় রেগে ওঠে অসীম। ঘুরে গিয়ে সপাটে অলকের গালে এক চড় কষিয়ে দেয়। চড়ের আঘাতে নিজেকে সামাল দিতে পারেননি অলক। অচেতন হয়ে লুটিয়ে পড়েন রাস্তার উপর। সেইসঙ্গে ভ্যানের চাকা গড়িয়ে তাঁর ঘাড়ে উঠে যায় বলে জানা গিয়েছে। আশেপাশের লোক দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা। তাঁরা অসীমকে ঘিরে ধরেন। ঘটনায় হকচকিয়ে যায় অসীমও। স্থানীয়রা চড়াও হন অসীমের উপর। শুরু হয় মারধর। পুলিশ কোনোরকমে তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করা হয়েছে।
অন্যদিকে ছোট্ট একটি ঘটনা থেকে এতবড় মর্মান্তিক কাণ্ড ঘটতে দেখে অবাক স্থানীয়রা। অন্যদিকে মৃতের পরিবার অসীমের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এলাকার মানুষের দাবি, 'দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। তার জন্য ভ্যান চালককে মারধর করার দরকার ছিল না। ঘটনার পর গোটা এলাকায় জায়গায় জায়গায় লোকের জটলা। পুলিশ জানিয়েছে, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়েরের সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, হাওড়ার বিভিন্ন এলাকায় প্রায়শই দুর্ঘটনা লেগে থাকে। কিছুদিন আগে শিবপুরের কাজীপাড়া মোড়ে ফোরশোর রোডে বাস দুর্ঘটনার খবর মেলে। শনিবার সন্ধ্যায় রেষারেষি করতে গিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার সময় একই রুটের দুটি বাস রেষারেষি করতে গিয়ে তীব্র গতিতে ছুটছিল। শেষপর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পেরে একটি বাসের চালক সরাসরি বাস নিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে।
আচমকা ধাক্কায় বাসের প্রায় সমস্ত যাত্রী ছিটকে পড়েন। গোটা বাস জুড়ে আহতদের আর্তনাদে ভরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত যাত্রীদের দেখতে যান হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপাণি। তিনি জানিয়েছেন, ধর্মতলা থেকে দানেশ শেখ লেনের রুটের বাস ফরশোর রোড দিয়ে দানের শেখ লেনের দিকে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকের একটি দোকানে ধাক্কা দেয়।