• মুহুর্মুহু বাজ পড়বে কোচবিহার থেকে চব্বিশ পরগনায়! স্বাধীনতা দিবসেও বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ? বড় আপডেট হাওয়া অফিসের...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসে কেমন থাকবে আবহাওয়া? পতাকা তুলতে গিয়েই কি বিপত্তি বাধবে? নাকি স্কুল থেকে ফেরার সময় ভিজতে হবে? নজর ছিল আবহাওয়ার গতি প্রকৃতির দিকেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, স্বাধীনতা দিবসের দিন বৃষ্টি সম্ভাবনা জেলায় জেলায়। যদিও সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ রোদ ঝলমলে পরিস্থিতি, তবে কিছুক্ষণ আগেই বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।

    কী জানাচ্ছে তাতে? মৌসম ভবনের লেটেস্ট আপডেট অনুযায়ী, কিছুক্ষণেই বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণের বেশকিছু জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে-

    দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

    বৃষ্টি-সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহারের বেশকিছু অংশেও। ওই দুই জেলাতেও বৃষ্টির সঙ্গেই বজ্রপাত, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

    হাওয়া অফিস বুধবারেই জানিয়েছে, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে  না। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। নিম্নচাপের টানে বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখী মৌসুমী অক্ষরেখা। যার ফলে শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।

    হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় দিনের নানা সময়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাতেই বৃষ্টির সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে শনিবার তেমন কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। ফের বৃষ্টি আবার ফিরতে পারে রবিবার। রবিবার দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হিগলি, কলকাতায় হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

    অন্যদিকে এক দু' জায়গায় ছাড়া শুক্রবার উত্তরেও তেমন কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। মোটের উপর পাহাড়েও নির্বিঘ্নেই কাটবে স্বাধীনতা দিবস। শনিবারেও পরিস্থিতি থাকবে দুর্যোগ-মুক্ত। তবে হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জল্পাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি পড়তে পারে ৭-১১ সেমি পর্যন্ত। 

    অন্যদিকে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরের এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় দিনভর। 

    দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এদিকে, বৃষ্টি হলেও দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 
  • Link to this news (আজকাল)