কয়েক মিনিটের মধ্যেই ‘সোল্ড আউট’! ডার্বির টিকিট হাতে না পেয়ে হতাশ দুই দলের সমর্থকরা
প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে ঘোষণা হয়েছিল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। এই ঘোষণার পর থেকেই কলকাতা ডার্বির টিকিটের খোঁজ শুরু হয়ে গিয়েছিল দুই প্রধানের সমর্থকদের মধ্যে। চব্বিশ ঘণ্টার মধ্যে ডুরান্ড কমিটি জানিয়ে দেয়, ডার্বির টিকিট প্রথমে পাওয়া যাবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে, অনলাইনে। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে দুই দলের সমর্থকরা চেষ্টা চালান টিকিট বুক করতে। কিন্তু দেখা গেল, অনলাইনে টিকিট বিক্রির অপশন খোলার কয়েক মিনিটের মধ্যেই ‘সোল্ড আউট’। এতে হতাশ দুই দলের সমর্থকরা।
১৭ তারিখ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ইস্টবেঙ্গল। ডুরান্ড ডার্বিকে ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ। জানা গিয়েছে, বৃহস্পতিবার অনলাইনে মোহনবাগানের জন্য বি-৩ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ডি-৩ টিকিট অনলাইনে রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, অনেক সমর্থকই এখনও অনলাইনে টিকিট পাননি।
বুধবার জানা গিয়েছিল ১৪ আগস্ট, বৃহস্পতিবার টিকিট বুক করার পর অনলাইন রিডেম্পশন মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে করা যাবে ১৪, ১৬ এবং ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি ব্যক্তির জন্য বরাদ্দ ২টি টিকিট। যদিও টিকিট বাজারে আসার আগেই হাহাকার শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, “আমাদের পাঁচ হাজার প্রাইস টিকিট পাওয়ার কথা। কিন্তু প্রাক্তন ফুটবলার, কোম্পানি-সহ আরও টিকিটের প্রয়োজন। আমরা আরও টিকিট চেয়েছি ডুরান্ড কমিটির কাছে।”
জানা গিয়েছে, কাউন্টার থেকে অফলাইন টিকিট বিক্রি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকেও। যা শুরু হবে ১৬ আগস্ট, সকাল ১১টা থেকে। এক্ষেত্রেও একজন ব্যক্তি সর্বাধিক দু’টি টিকিট কিনতে পারবেন। মনে করা হচ্ছে, ডুরান্ড ডার্বিতে ভরে উঠবে যুবভারতী। তবে, টিকিট নিয়ে হাহাকার দেখা যেতে পারে। অতীতেও ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে কালোবাজারি দেখা গিয়েছে। এমনকী বহু সমর্থক টিকিট পাননি বলে অভিযোগ উঠেছে। এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।